কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি দেখে গত ৩ তারিখ থেকে নতুন করে বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই বন্ধ করা হয়েছিল সেলুন, স্পা, জিম, বিউটিপার্লার। লোকাল ট্রেনের শেষ সময় সন্ধে ৭ টা নির্ধারণ করা হলেও পরে অবশ্য তা পরিবর্তন করা হয়। এবার সেলুন এবং পার্লারের ক্ষেত্রে নিয়মের বদল আনা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে তা খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
নিয়মের বদল আনা হলেও কোভিড বিধি সম্পূর্ণ মানতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্পষ্টভাবে জানান হয়েছে, সেলুন-পার্লার খুললেও নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, কর্মীদের দুটি ডোজের টিকাকরণ নিশ্চিত করতে হবে। এছাড়াও নিয়মিত স্যানিটাইজেশন, মাস্কের ব্যবহার সহ যাবতীয় নিয়ম মানতে হবে। তবেই রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে পার্লার, সেলুন। এর আগে সরকার যে নির্দেশ জারি করেছিল তা একই থাকছে। যেমন, সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা৷ শপিং মনে ৫০ শতাংশের বেশি প্রবেশ করতে পারবে না৷ ৫০ শতাংশ আসন নিয়ে লোকাল ট্রেন চলাচল করবে৷
এছাড়া যে কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি রাখা হচ্ছে৷ বাজার খোলা থাকবে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ রেস্তোরাঁ, পানশালা আগের মতোই খোলা থাকবে, তবে ৫০ শতাংশ গ্রাহক সেখানে প্রবেশ করতে পারবেন৷ বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি রাখা হচ্ছে৷ মৃতদেহ নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ, এই সময় ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ জোর দিতে হবে। তবে পরিস্থিতি খারাপ হলে যে আরও কড়া নিয়ম লাগু করবে সরকার তাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি।