Aajbikel

শনিবার বিকেলে কালীঘাটে ভাইজান! তিনিও কি দিদির ফ্যান?

 | 
সলমন মমতা

 কলকাতা: বলিউডে দীর্ঘদিন ধরেই খানেদের রাজত্ব৷ তবে এ রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে শাহরুখ খান৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সবচেয়ে বেশি সখ্য তাঁর৷ কিং খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় দিদি ও শাহরুখকে বহু বার পাশাপাশি দেখা গিয়েছে। তাঁদের সম্পর্কের সমীকরণও ধরা পড়ছে৷ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বরাবরই আন্তরিক মমতা। অন্যদিকে, শাহরুখও অত্যন্ত মিশুকে৷ গুছিয়ে কথাও বলতে পারেন তিনি। কিন্তু সে ভাবে কলকাতার কাছাকাছি আসতে দেখা যায়নি সলমনকে৷ তবে শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন ভাইজান৷ সেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক হল রেস্টো পাব ‘হোয়াটস ইন দ্য নেম’। শনিবার কাকভোরেই কলকাতায় পৌঁছবেন সলমন। উঠবেন তাজ বেঙ্গল হোটেলে। সন্ধ্যায় ইস্টবেঙ্গল গ্রাউন্ডে  অনুষ্ঠান৷ তার আগে বিকেল চারটে নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দেখা করবেন তিনি৷ 

যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, এটা নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎ। কলকাতায় এসে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কিন্তু, সলমন সুপারস্টার বলে তাঁকে নিয়ে এত হইচই৷ এক সময় কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল  খান পরিবারের৷ তবে বর্তমানে রাজনীতি থেকে দূরেই থাকেন তাঁরা। সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলেন। সলমনও তাই। ২০১৪ সালে নরেন্দ্র মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন, তখন রাইসিনা পাহাড়ের উঠোনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইজান৷ 


যদিও ওয়াকিবহালমহলের বক্তব্য, বাংলায় সলমনের অগণিত ভক্ত রয়েছেন। সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ ছবি নিয়ে শোরগোল পড়েছিল৷ ওই ছবি  স্ক্রিনিংয়ের সময় যখন সলমনের গেস্ট এন্ট্রি হয়,তখন হাততালিতে ফেটে পড়েছিল সিনেমা হল। তাই হয়তো বাংলার মানুষের সঙ্গে জুড়ে থাকতে চাইছেন সলমন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাঁর প্রচার আরও বাড়বে বৈকি।

তবে শনিবারের সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠে সলমন একা নন৷ ওই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বহু বলিউড তারকা। সেই তালিকায় রয়েছেন  জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক বড় নাম।

Around The Web

Trending News

You May like