অগ্নিগর্ভ মানিকতলা, সম্মুখ সমরে সাধন পাণ্ডে ও কল্যাণ চৌবে

অগ্নিগর্ভ মানিকতলা, সম্মুখ সমরে সাধন পাণ্ডে ও কল্যাণ চৌবে

a8b63079bc9645192dccfe5af974945f

কলকাতা:  অষ্টম দফায় অগ্নিগর্ভ মানিকতলা৷ মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ৷ তাঁকে ঘিরে ধরে চলল ধাক্কা, হাতাহাতি, ধস্তাধস্তি৷ অভিযোগ, পুলিশের সামনেই তাঁর গাড়িতে উপর হামলা চালানো হয়৷ এর পরেই এলাকায় পৌঁছন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে৷ 

আরও পড়ুন- রণক্ষেত্র বেলেঘাটা, বিজেপি কর্মীদের রাস্তায় ফেল বেধড়ক পেটাল তৃণমূলের বাহিনী

সাধন পাণ্ডের বক্তব্য, বিজেপি এত খারাপ দল নয়৷ কিন্তু বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অত্যন্ত খারাপ৷ উনি নিজেকে খেলোয়ার বলেন অথচ একজন মহিলার গলা টিপে ধরছেন৷ এটা ভাবা যায় না৷ তাঁর কথায়, এখানে কোনও গন্ডোগোল হয়নি৷ মানুষ ভোট দিচ্ছে৷ এটাই কি গন্ডোগোল? এটা উৎসব৷ উনি সেটাই সহ্য করতে পারছেন না৷ সাধন পাণ্ডে বলেন, পুলিশ আছে, নির্বাচন কমিশন আছে, তারাই দেখবে৷ উল্লখ্য, এখানে মহিলা কাউন্সিলারের গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ তাঁর গলা টিপে ধরা হয়৷ 

অন্যদিকে কল্যাণ চৌবে বলেন, আমি যদি গন্ডোগোল করি, তাহলে তো আমি মার খাব না৷ জনা ৪০ গুণ্ডা এসে আমাদের ক্যাম্প ভাঙচুর করেছে৷ আমাদের কর্মকর্তারা আমাকে এখানে ডাকেন৷ পুলিশ যখন মধ্যস্থতা করছে তখন পিছন থেকে এসে আমাকে লাথি মারা হয়েছে৷ খামচে দেওয়া হয়েছে৷ এর পর উল্টে তারাই চিৎকার করছে৷ 

কল্যাণবাবুর অভিযোগ, এখানে ভোট করতে দিচ্ছে না তৃণমূলের দুষ্কৃতীরা। কিন্তু তৃণমূলের দাবি, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে দেখে বিজেপি প্রার্থী অশান্তি করতে এসেছেন। বিজেপি কর্মীদের মারধরে হাত ভেঙেছে তৃণমূল কর্মীর। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *