কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে এবার আক্রমণ শানালেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজ্যের মন্ত্রীদের আয়ু আর মাত্র ৬ মাস। তারপরে তাঁদের জেলে পাঠানো হবে বলেও হুমকি দেন তিনি। বিজেপির ‘আর নয় অন্যায় কর্মসূচি’-তে যোগ দিয়ে এই মন্তব্য করলে সব্যসাচী দত্ত।
এদিন সল্টলেকের এক নম্বর গেট থেকে কয়েক হাজার বিজেপি কর্মী ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দেন। তাঁদের নেতৃত্ব দেন সব্যসাচী দত্ত। রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে এই বিশাল মিছিল বাইপাস ধরে বেঙ্গল কেমিক্যাল হয়ে বিধাননগর কলেজ আইল্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানেই ছিল সভা। সেখানই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান সব্যসাচী দত্ত। তিনি বলেন, পুলিশকর্মীরা ৬০ বছর পর্যন্ত চাকরি করবেন। সব্যসাচী দত্ত অভিযোগ করেন, তাঁরা তো দলদাস হয়ে গিয়েছেন। তিনি অনুরোধ জানান, পুলিশ যেন সেখান থেকে আর ‘ক্রীতদাস’ না হন। তাঁর গলায় হুঁশিয়ারি শোনা যায়। বলেন, পাঁচ মাস বাদেও কিন্তু পুলিশকর্মীদের চাকরি করতে হবে। যাঁদের কথায় বর্তমানে তাঁরা কাজ করছেন, যাঁদের জন্য লোকের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন, আগামিদিনে তাঁদের বাড়িতে গিয়েই ডিউটি করতে হবে।
এরপর সব্যসাচী দত্ত হুঁশিয়ারির সুরে বলেন, “আপনাদের আইপিএসরা কিন্তু রাতের অন্ধকারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর আপনারা বেকার তাঁদের কথায় মুরগি হচ্ছেন। মুরগি হবেন না। মোরগ হয়ে বাঁচুন। মানুষ হয়ে বাঁচুন। আজ রাত থেকে একজনের বাড়ি গিয়েও যদি বেআইনিভাবে চমকেছেন, এই মিছিল কিন্তু তাহলে আপনার থানার গোড়ায় চলে যাবে।”