পদ্ম শিবিরে ভাঙন অব্যাহত, BJP ছেড়ে তৃণমূলে ঘরওয়াপাসি করলেন সব্যসাচী দত্ত

পদ্ম শিবিরে ভাঙন অব্যাহত, BJP ছেড়ে তৃণমূলে ঘরওয়াপাসি করলেন সব্যসাচী দত্ত

9ab0027e9fb79bce7f8f81ff28559ba2

 

কলকাতা: পদ্ম শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত৷ দেবীপক্ষের সূচনাতেই পুরনো ঘরে ফিরলেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের দিনেই তৃণমূল যোগদান করলেন বিধাননগরের প্রাক্তন মেয়র৷ এদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে তাঁর পাশেই বসে থাকতে দেখা যায় সব্যসাচী দত্তকে৷ এর পর ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি৷ 

আরও পড়ুন- বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা, প্রথা ভেঙে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল

আজ বঙ্গ রাজনীতিতে একটা বিরলতম দিন৷ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তিন বিধায়ককেশপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তার ঠিক পরেই তৃণমূলে যোগ দিলেন সব্যসাচী দত্ত৷ এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে পুরনো দিনের সহকর্মী তথা বিধাননগরের দু’বারের বিধায়ক, পাঁচ বারের পৌর প্রতিনিধি সব্যসাচী দত্ত পুনরায় তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছেন৷ আমরা তাঁর ঘরে ফেরার সাক্ষী থাকলাম৷ তৃণমূলের মহাসচিব আরও বলেন, আজ একটা ঐতিহাসিক দিন৷ ভবানীপুর কেন্দ্রের ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে আজ শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ শপথ নিয়েছেন আমিরুল ও জাকির হোসেনও৷ সেই দিনেই দলে ফিরলেন সব্যসাচী দত্ত৷ পার্থর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারত জুড়ে যে জনজাগরণ হয়েছে তাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব৷ এই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবেন সব্যসাচী দত্ত৷ 

এদিকে দলের পতাকা হাতে তুলে নেওয়ার আগে সব্যসাচী দত্ত বলেন, ‘দীর্ঘদিন পৌরসভার পৌর প্রতিনিধি, বিধাননগরের মেয়র, ২০১১ সাল থেকে বিধায়ক পদ সবটাই মমতা দি’কে সামনে রেখে পেয়েছি৷ দলের মধ্যে কিছু ভুল বোধাবুঝির জন্য আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম৷ আজ মমতাদি, পার্থ দা, ববি দা আমাকে গ্রহণ করলেন৷ আজ থেকে নতুন করে পথ চলা শুরু হল৷’ এর পরেই ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন সব্যসাচী দত্ত৷ 

বিজেপি-তে থাকার সময় নানা ইস্যুতে দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল সব্যসাচীর বিরুদ্ধে৷ দুর্গাপুজো নিয়েও বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি৷ গতকাল লখিমপির নিয়ে সবর হন প্রাক্তন মেয়র৷ এর পরেই আজ ঘরওয়াপাসি হল তাঁর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *