Aajbikel

ঐন্দ্রিলাকে ছেড়ে কেমন আছেন সব্যসাচী? ভুয়ো খবর নয়, হুঁশিয়ারি সৌরভের

 | 
সৌরভ

 কলকাতা: গত ২০ নভেম্বর সকলকে চিরবিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ তার পর থেকে ছোট বোন ঐন্দ্রিলাকে নিন একাধিক আবেগঘন পোস্ট করেছেন দিদি ঐশ্বর্যা৷ কিন্তু কোনও খবর নেই ঐন্দ্রিলার মনের মানুষ সব্যসাচী চৌধুরীর৷ এই অবস্থায় সব্যসাচীকে নিয়ে অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে৷ তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি অনেকের৷ এহেন ভুয়ো খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন বন্ধু তথা অভিনেতী সৌরভ দাস৷ ফেসবুকে লিখলেন, ‘সব্যসাচী সুস্থ আছে’৷ 

আরও পড়ুন- ‘বুনু’র গালে চুমু এঁকেই চলেছেন দিদি ঐশ্বর্যা, প্রকাশ্যে ঐন্দ্রিলার অদেখা ভিডিয়ো


ভুয়ো খবরের প্রতিবাদ করে এদিন মন্টু পাইলট খ্যাত সৌরভ লেখেন, ‘‘সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আমি আছি এবং থাকব।" তিনি আরও লেখেন, "যাঁরা ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাঁরা অসুস্থ। বিব্রত হবেন না। গালিগালাজ করে পোস্টটা নোংরা করছি না। যাতে শেয়ার করে মানুষজনকে সব্যর ব্যাপারে জানাতে পারেন।" যে বা যাঁরা ভুয়ো খবর রটাচ্ছেন তাঁদের উদ্দেশে সৌরভের হুঁশিয়ারি,  "ভুয়ো খবর রটালে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। পরিবারগুলোকে দয়া করে শান্তিতে থাকতে দিন।"

গত রবিবার ২০ নভেম্বর বেলা ১২টা বেজে ৫৯ নাগাদ প্রয়াত হন ঐন্দ্রিলা শর্মা। রোগশয্যায় অতন্দ্র প্রহরীর মতো তাঁর পাশে ছিলেন ভালোবাসার মানুষ সব্যসাচী। তিনি এখন কেমন আছে অনুরাগীদের মনে উঠকণ্ঠা তৈরি হয়েছে৷ এরই ফাঁকে ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর৷ 

Around The Web

Trending News

You May like