কলকাতার জন্মদিন নিয়ে ভুল তথ্য, গুগলকে নোটিশ সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের

কলকাতার জন্মদিন নিয়ে ভুল তথ্য, গুগলকে নোটিশ সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের

কলকাতা: কলকাতার জন্মদিন কবে, তা নিয়ে বিভ্রাট অব্যাহত৷ গুগলে সার্চ করলেই দেখা যায়, কলকাতার জন্ম ১৬৯০ সালের ২৪ অগাস্ট৷ কিন্তু এই তথ্যটি যে সম্পূর্ণ ভুল তা প্রায় সকল বাঙালিরই জানা৷ কিন্তু এই ভুল তথ্য থাকলে সারা বিশ্বের মানুষ ভুল জানবে৷ যা মোটেই কাম্য নয়৷ সে কারণেই ভুল সংশোধন করে নেওয়ার জন্য গুগলকে আইনি নোটিশ পাঠাল সাবর্ণ রায়চৌধুরীর পরিবার৷ 

আরও পড়ুন- সরানো হল নারদ মামলার দায়িত্বপ্রাপ্ত CBI অফিসারকে

জমিদার পরিবারের তরফে সার্চ ইঞ্জিন গুগলকে এই নোটিশটি পাঠিয়েছেন তাঁদের ৩৬ তম উত্তরপুরুষ আইনজীবি স্বরজিৎ রায়চৌধুরী৷ গুগলের তরফে সাড়া না মিললে ১০ কোটি টাকা মানহানির মামলা করার কথাও উল্লেখ করা হয়েছে। কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের তৎকালীন জমিদার ছিল সাবর্ন রায়চৌধুরীর পরিবার৷ প্রসঙ্গত, গুগলে কলকাতার জন্মদিন হিসাবে ১৬৯০ সালের ২৪ আগষ্ট অর্থাৎ আজকের দিনটি দেখানো হলেও  কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত একটি মামলার রায়ে বলা হয়, কলকাতার কোনও জন্ম তারিখ নেই৷ কোনও প্রতিষ্ঠাতা নেই৷ ২০০৩ সালের ১৬ মার্চ কলকাতা হাইকোর্টের এই রায়টিও গুগলকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে৷  

আরও পড়ুন- ‘কার কার বাবা-মাকে জন্ম দিয়েছিলাম?’ ‘দাদু’ সম্বোধনে ক্ষিপ্ত তথাগত, বিঁধলেন সায়নীকেও

তৎকালীন বিচারপতি তাঁর রায়ে জানিয়েছিলেন, কলকাতা জন্মদিন হিসাবে বিশ্ববাসীর কাছে ১৬৯০ সালের ২৪ আগষ্ট যে তারিখটি দেখানো হচ্ছে, তা যেন বাতিল করে দেওয়ার হয়৷ এই রায়টি নোটিশে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =