চলো রাষ্ট্রের ছোবল খেয়েও লড়ার পদ্ধতি বানাই, আগুন জ্বালিয়ে গাইলেন রূপম

চলো রাষ্ট্রের ছোবল খেয়েও লড়ার পদ্ধতি বানাই, আগুন জ্বালিয়ে গাইলেন রূপম

3ae49716f7341f5fc7b17e29ad77331c

কলকাতা: ‘চলো রাষ্ট্রের ছোবল খেয়েও লড়ার পদ্ধতি বানাই৷’ রূপম ইসলামের গাওয়া গানের এই কথাগুলি একসময় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল৷ রবিবার সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন রক্তাক্ত হল অজ্ঞাতপরিচয় জনা পঞ্চাশেক মুখোশধারীর হামলায়৷ এই হামলার ঘটনায় বাম-বিজেপি ছাত্রসংগঠনগুলি একে অপরের দিকে আঙুল তুলছে ঠিকই৷

কিন্তু, দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের নিরপেক্ষ মুক্ত চিন্তাধারাই একমাত্র কাম্য৷ ছাত্র আন্দোলনের নামে সহিংসতা নিয়ে ইতিমধ্যেই ছাত্ররাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীদের থেকে সুশীল সমাজের একাংশও৷ খোদ দেশের আইনমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাজনীতি বন্ধ করার কথা বলছেন৷

যখন ছাত্র আন্দোলনে শুধুমাত্র দলীয় স্বার্থের গন্ধ পাওয়া যাচ্ছে বলে ভ্রূকুটি করা হচ্ছে তখন রূপমের এই গানের বিশেষত্ব গানে উল্লিখিত কথাগুলিতে৷ যেখানে ছাত্র আন্দোলনের যথার্থতা ব্যখ্যা করা হয়েছে কিন্তু শুধুই দেশের ও দেশের স্বার্থে৷ ছাত্রছাত্রীদের প্রতিবাদি  চিন্তা ভাবনা এভাবেই প্রতিফলিত হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *