কলকাতা: আচমকা জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। না, কোনও বিরোধী দলের নেতা বা অন্য কাউকে কু-কথা বলা নিয়ে নয়, কোনও বিতর্কিত মন্তব্য নিয়েও নয়। তাঁর ফেসবুক পোস্ট নিয়ে! কিন্তু কেন? আসলে দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশুকে এবার তৃণমূল যুব কমিটিতে রাখা হয়নি। তারপরেই তাঁর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। যদিও সেই পোস্ট মুছে দিয়ে তিনি পরে অন্য একটি পোস্ট করেন। তবে আগেরটিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- ডিসেম্বরের গোড়ায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, ফের কবে নামবে পারদ?
এদিন দেখা যায়, প্রথমে দেবাংশু তাঁর ফেসবুকে আপডেট দিয়েছিলেন, ”লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস”। সঙ্গে ছিল একটি নমস্কারের ইমোজি। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেটি মুছে দেন তিনি। তারপর একটি পোস্ট করে কিছু না লিখলেও একটি হাসির ইমোজি দেন। বিশ্লেষকদের মতে, এইভাবে দেবাংশু হয়তো নিজের ক্ষোভ প্রকাশ করছেন দলের বিরুদ্ধে।
বাংলার এক সংবাদমাধ্যমকে তিনি এও জানান, যে যা সিদ্ধান্ত তা দল নিয়েছে, এতে তাঁর কিছু বলার নেই। তবে তিনি যে ক্ষুব্ধ নন সেটাও স্পষ্ট করেছেন। মনে রাখতে হবে, বিধানসভা ভোটের আগে একটা জল্পনা ছিল যে দেবাংশু হয়তো টিকিট পাবেন কিন্তু তা তিনি পাননি। তখনও তাঁকে ট্রোল করা হয়েছিল। তবে দলের তরফে জানান হয়েছিল, তাঁর তখন ২৫ বছর হয়নি, তাই টিকিট দেওয়া হয়নি।
এদিকে আবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জল্পনা উদ্দীপক পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে কোনও নাম বা কোনও ঘটনার কথা না বললেও বুঝতে অসুবিধা হয় না যে পোস্টটি দেবাংশুর জন্যই। কুণালের পোস্টে লেখা, ”অকারণ বাড়তি জল্পনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।” তাহলে কি দলের মূল সংগঠনে দায়িত্ব পাচ্ছেন দেবাংশু? প্রশ্ন থাকল।