বাজার বন্ধের গুজবে চাল-ডালে কৃত্রিম সংকট, খাদ্য মজুতের হিড়িক, প্রশাসন নির্বিকার!

বাজার বন্ধের গুজবে চাল-ডালে কৃত্রিম সংকট, খাদ্য মজুতের হিড়িক, প্রশাসন নির্বিকার!

 

কলকাতা:  করোনা গুজবে দিশেহারা বাংলার বাজার৷ পুলিশ প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হয়েছে৷ তা সত্ত্বেও বন্ধ হচ্ছে গুজব৷ করোনা আতঙ্কে দোকান-বাজার বন্ধ হওয়ার গুজবে এবার মাথায় হাত আম জনতার৷

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো নিয়ে ইতিমধ্যেই শহরবাসীকে সতর্ক করেছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ গুজব ছড়ানোর অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়েই রাজ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে গুজবের হাওয়া৷ করোনা আতঙ্কে বাজারের ঝাঁপ বন্ধ হওয়ার উড়ো খবরে দিশেহারা মানুষ৷ ঘরে খাদ্য সামগ্রী মজুত করতে বাজারে নেমেছে মানুষের ঢল৷ যার জেরে তৈরি হয়েছে একটা কৃত্রিম সংকট৷ যা সামাল দেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে৷ যে পরিবারের পাঁচ কেজি আলুতে সপ্তাহ চলত, তাঁরা এখন ১৫ কেজি আলু মজুত করছে৷ তালিকায় রয়েছে চাল, ডাল, আটা, তেল, চিনি৷ এই চাহিদার জেরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসের দাম৷ সবজি বাজারে আগুন৷ মাছের দাম আকাশ ছোঁয়া৷ লাগাম ছাড়া খাসির মাংস৷ যারা জেরে নাজেহাল ক্রেতারা৷

করোনা ভাইরাসের জের শুধু মানুষের জীবনেই পড়েনি পড়েছে সাধারণ জীবনযাত্রা থেকে বিশ্ব অর্থনীতিতে। করোনার প্রভাব পড়েছে প্রতিদিনের বাজার দরের ওপর। এর উপর গুজবের হাওয়া ঘৃতাহুতি দিচ্ছে বর্ধিত বাজার দরে৷ এই গুজব রুখতে পুলিশ কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না, বিভিন্ন মহলে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও লালবাজার সূত্রে খবর, এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার৷ তবে ক্রেতাদের একাংশের অভিযোগ, করোনাভাইরাস ঘিরে জল্পনার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পরিকল্পিত ভাবে জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে প্রশাসন নির্বিকার৷ বাজার বন্ধ হওয়ার গুজবে এবার ব্যহত সাধারণ জনজীবন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =