মেদিনীপুর: শুভেন্দু অধিকারী এখন বাংলার রাজনীতির জল্পনার কেন্দ্রবিন্দু। তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন নাকি দল বদল করবেন তা এখন কোটি টাকার প্রশ্ন। কারণ শুভেন্দু নিয়ে এ নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি তিনি। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি কিছুদিন আগে। কিন্তু দল বা বিধায়কের পদ তিনি এখনও ছাড়েননি। এমন পরিস্থিতিতেই বাংলার ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হল শুভেন্দু অধিকারীকে।
২০২১ নির্বাচনের পর যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে তবে কে মুখ্যমন্ত্রী হবেন, তা এখনও দলের তরফে ঘোষণা করা হয়নি। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় এর মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে তুলে ধরা হয়েছে। জেলার তৃণমূল সম্পাদকের দাবি শুভেন্দুই নাকি হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দ অধিকারী দলে থাকবেন কিনা, সেই প্রশ্ন যখন জোরদার হচ্ছে তখন তাঁর নাম মুখ্যমন্ত্রীর আসনের জন্য বলে দিলেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডা। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে শুভেন্দু অধিকারীকেই এখন বাংলার দরকার। তাঁর এমন মন্তব্য বর্তমানে রাজ্য রাজনৈতিতে বিতর্ক সৃষ্টি করেছে।
সূত্রের খবর, তৃণমূলের ওই নেতা দাবি করেছেন মুখ্যমন্ত্রী পদে নাকি শুভেন্দু অধিকারীকেই বা্ংলার মানুষ চাইছে। তিনি বলেছেন, “মেদিনীপুরের ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারীকেই বাংলার দরকার।” এরপরই তিনি বলেছেন, “ত্যাগ বলতে গেরুয়া।” তাঁর এমন বক্তব্যে জল্পনার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস ছেড়ে শুভেন্দু অধিকারীর মতো দাপুটে নেতা বিজেপির হয়ে ব্যাট করতে নামবেন ২০২১ এর নির্বাচনে? বাড়ছে রহস্য।