বসিরহাট: রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা৷ নেতার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ৷ প্রাথমিক তদন্তে পুলিশের একটি সূত্রের দাবি, গোষ্ঠী কোন্দলের জেরেই পুরনো শত্রুতা থেকে এই হামলা৷ তবে তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভবানীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোষালআটি গ্রামের ঘটনা। দুষ্কৃতীদের হাতে প্রহৃত হয়েছেন হাসনাবাদ দক্ষিণ ব্লকের কার্যকরী সভাপতি সবুর আলী মোল্লা৷ বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে জিয়ারুল মোল্লা৷ এমনকি জিয়ারুলের স্ত্রী, মাকেও দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ৷ চিৎকার শুনে প্রতিবেশী তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদ করলে তাদের পরপর দুটি বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। ঘটনার জন্য এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা৷ কি কারনে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভাঙচুর চালালো তাই নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।
তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি সবুর আলী বলেন, ‘‘আমি বাড়িতে বসে রাত্রে টিভি দেখছিলাম সেই সময় কিছু দুষ্কৃতী গ্রিলের গেট ভেঙে এসে ঘরের মধ্যে ভাঙচুর চালায়৷ আমাদের মারধর করে৷ এমনকি ঘরের মহিলারা প্রতিবাদ করলে তাদেরকেও গায়ে হাত দেয়৷’’ অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি৷ গোষ্ঠী কোন্দলের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না৷ তিনি বলেন, ‘‘কারা হামলা চালাল, তা খতিয়ে দেখুক পুলিশ৷ দোষীদের শাস্তি চাই৷’’