ভোটের মুখে ইটাহারে খুন বিজেপি নেতা, অভিযোগের তির শাসকদলের দিকে

ভোটের মুখে ইটাহারে খুন বিজেপি নেতা, অভিযোগের তির শাসকদলের দিকে

e0f26876aba9bda5b0eac3d15139c9ba

ইটাহার: রাতের অন্ধকারে বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ ইটাহারে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার  ইটাহারের রাজগ্রামে। মৃত বিজেপি নেতার নাম মিঠুন ঘোষ। তিনি বিজেপির যুব মোর্চার সহ সভাপতি পদে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রবিবার বাড়ির সামনেই দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মিঠুন ঘোষকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বিজেপি নেতা প্রদীপ সরকার জানিয়েছেন, এদিন রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ বাড়ির সামনেই মিঠুন ঘোষকে গুলি করে দুষ্কৃতীরা৷ পেটে গুলি লাগে যুব মোর্চার সহ সভাপতির। এরপর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রদীপ বাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই গুলি করে খুন করেছে মিঠুনকে। এর আগেও যুব নেতাকে গুলি করা হয়েছিল বলে অভিযোগ তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ জেলা পুলিশ। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের৷ যদিও নিহত বিজেপি নেতার মায়ের দাবি, বেশ কিছুদিন ধরেই এলাকার তৃণমূল নেতারা আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল৷ ছেলে সেকথা বলেওছিল৷ তবে এভাবে যে ওরা সত্যি সত্যি প্রাণে মেরে ফেলবে সেটা ভাবতেও পারিনি৷ খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন পরিজনেরা৷

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, রাজনৈতিক কারণেই এই খুন৷ ইতিমধ্যে বেশ কিছু তথ্য প্রমাণও সামনে এসেছে৷ শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে৷ এদিকে ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *