rule
কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এক ইস্যুতে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?
রাজ্য পঞ্চায়েত নির্বাচনে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ এমনটাই মনে করেছে। আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন, এই ভিত্তিতেই কমিশনারের বিরুদ্ধে রুল জারি করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, আগামী ২৪ নভেম্বর এই বিষয়ে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে আদালতে এসে জবাবদিহি করতে হবে।
হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের মূল পর্যবেক্ষণ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থেকে শুরু করে একাধিক বিষয়ে হাইকোর্ট একের পর এক নির্দেশ দিলেও নির্বাচন কমিশনার তা পালন করেননি। অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন সওয়াল জবাবের পর হাইকোর্টের মনে হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন নয়।