rujira
কলকাতা: সংবাদমাধ্যমে মিথ্যা বা অর্ধ সত্য ঘটনা প্রকাশ করা হচ্ছে৷ যা গোটা পরিবারকে হেনস্থা মধ্যে ফেলছে৷ একজন নাগরিক হিসেবে পরিবারিক গোপনীয়তা রক্ষা হচ্ছে না। এমনই দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। এদিন মামলাটি শুনানির জন্য উঠলে, বিচারপতি সাফ জানায়, সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করার নির্দেশ দিতে পারে না আদালত। তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের প্রশ্ন, এই ধরনের সংবাদ প্রকাশের বিরোধিতা করে তিনি কেন আদালত অবমাননার মামলা করছেন না? বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে এই মামলার।
এদিন রুজিরার মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘সাংবিধানিক আদালত যদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে থাকে, তাহলে সেটা গণতন্ত্রের জন্য কখনই ভালো নয়। সবকিছুর মধ্যেই একটা ব্যালান্স থাকা উচিত। সেটা দেখতে হবে।”
তবে আদালতে রুজিরার মামলার বিরোধিতা করেছে সিবিআই৷ কেন্দ্রীয় সংস্থার আইনজীবী বিল্বদল ভট্টাচার্যে প্রশ্ন, দেশের নাগরিক না হয়ে রুজিরা কী ভাবে নাগরিক অধিকার রক্ষার দাবি জানাতে পারেন? তিনি আরও বলেন, “এই অভিযোগ নিয়ে একজন বিদেশি আদালত অবমাননার মামলা করতে পারেন, কিন্তু তাঁর নাগরিক অধিকার রক্ষার দাবি যুক্তিহীন। কারণ তিনি এই দেশের নাগরিকই নন।” তাঁর আরও দাবি, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার আর্জি জানিয়ে এহেন মামলা কখনই গুরুত্ব দেওয়া উচিত নয়। রুজিরার দায়ের করা মামলায় তাঁর পুরো পরিবারকে কেন রক্ষাকবচ দেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷