অভিষেকের দুয়ারে CBI! নোটিসের জবাব দিলেন রুজিরা

অভিষেকের দুয়ারে CBI! নোটিসের জবাব দিলেন রুজিরা

 

কলকাতা: সিবিআইয়ের নোটিস প্রাপ্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে সময় দিয়েছেন সংসদ-স্ত্রী৷ আগামীকাল দুপুরে সিবিআইয়ের আধিকারিকদের নিজের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে৷

আজ সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকে চিঠি পাঠিয়ে আধিকারিকদের মুখোমুখি হতে চেয়ে সময় দিয়েছেন রুজিরা৷ আগামীকাল সকাল ১১ টা থেকে দুপুর তিনটের মধ্যে সিবিআইকে সময় দিয়েছেন অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ সিবিআই কে পাঠানোর নোটিসের পাল্টা জাবাব দিয়ে চিঠি পাঠিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ দাবি করেছেন, তিনি জানেন না ঠিক কী কারণে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান আধিকারিকরা। সিবিআইয়ের পাঠানো নোটিসের ভিত্তিতে আধিকারিকদের মুখোমুখি হতে চেয়েছেন তিনি৷ সংসদ-স্ত্রীর জবাবের পর ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে শুরু হয়েছে তৎপরতা৷ গোটা বিষয়টি নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে পারে সিবিআইয়ের আধিকারিকরা৷

সিবিআইকে জবাব রুজিরার

গতকাল দুপুরে ১৮৮এ শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় পৌঁছে যায় সিবিআই৷ সেখানে মিনিট ২০ থাকেন সিবিআইয়ের ৫ আধিকারিক৷ দেওয়া হয় নোচিস৷ আইপিসির বেশ কিছু ধারায় দেওয়া হয়েছে নোটিস৷ রুজিরার বোন মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস দিয়েছে সিবিআই৷

সিবিআইয়ের পাঠানো নোটিস

সিবিআইয়ের দাবি, কয়লা পাচারের টাকা বেশ কিছু অ্যাকাউন্টে গিয়েছে৷ কয়লাকাণ্ডের তদন্তে নেমে রুজিরার অ্যাকাউন্ট খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ এছাড়াও তদন্তে নেমে বিনয় মিশ্রের দিকে আঙুল তুলেছে সিবিআই৷ বিময় অভিষেক-ঘনিষ্ঠ হয়ে থাকতে পারেন বলে অনুমান সিবিআইয়ের৷ কয়লাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গেও বিনয় মিশ্রের যোগাযোগে পেয়েছে সিবিআই৷ কয়লা পাচারের টাকা তাইল্যান্ডের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টের জমা পড়েছে বলে রাজনৈতিক মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এক বড় নেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =