কয়লা-কাণ্ডে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতে হাজিরা দিলেন রুজিরা

কয়লা-কাণ্ডে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতে হাজিরা দিলেন রুজিরা

533bddb89e9d0286eecd225e82d17818

 

কলকাতা: একদিকে চলছে ভবানীপুরে ভোট৷ অন্যদিকে কয়লা কাণ্ডে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ আজ পাতিয়ালা হাউজ কোর্টে ছিল কয়লা-কাণ্ডের শুনানি৷ সেখানে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের৷ তবে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমেই হাজিরা দেন অভিষেক-পত্নী৷  

আরও পড়ুন- ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে কমিশনে নালিশ! দুই মন্ত্রীকে নজরবন্দি করার আর্জি BJP-র

বৃহস্পতিবার পাতিয়ালা হাইজ কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ ১১টা ৪০ নাগাদ শুনানি শুরু হয়৷ সেই সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ইডি-র অফিসার ও তাঁদের আইজীবীরা৷ উপস্থিত ছিলেন রুজিরার আইজীবীও৷ শুনানির সময় ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে  উপস্থিত হন রুজিরা৷ তিনি জানান, কোভিড আবহে কলকাতা ছেড়ে বেরনো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না৷ কারণ তাঁর ছোট ছোট দুটি সন্তান রয়েছে৷ তাঁদের একলা ফেলে যাওয়া সম্ভব নয়৷

অন্যদিকে ইডি-র অফিসাররা বলেন, রুজিরা সশরীরে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হোক৷ এর পর রুজিরার আইজীবী আদালতের কাছে সময় চেয়ে নেন৷ তবে আজ প্রায় ২০ মিনিট ধরে শুনানি পর্ব চলে৷ এবং সেই সময় সর্বক্ষণ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত ছিলেন রুজিরা৷ সাড়ে ১২টায় ফের এই মামলার শুনানি শুরু হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *