মমতার বিরুদ্ধে BJP-র প্রার্থী কে? কী বলছেন ভবানীপুরে ‘চড়’ খাওয়া রুদ্রনীল

মমতার বিরুদ্ধে BJP-র প্রার্থী কে? কী বলছেন ভবানীপুরে ‘চড়’ খাওয়া রুদ্রনীল

কলকাতা:  ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভোট হবে ভবানীপুরে৷ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাঁর বিপরীতে দাঁড়াবেন কে? তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা৷ তবে এই কেন্দ্র থেকে সুযোগ পেলে ফের লড়তে প্রস্তুত তিনি৷ সাংবাদমাধ্যকে এমনটাই জানালে রুদ্রনীল ঘোষ৷

আরও পড়ুন- ফের ধাক্কা BJP-তে, এবার তৃণমূলে ঘরওয়াপাসি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের

  
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি’র প্রার্থী হয়েছিলেন রুদ্র৷ কিন্তু এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভন দেবের কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি৷ এদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ায় ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিয়েছেন শোভনদেব৷ সেখান থেকে লড়বেন খোদ মুখ্যমন্ত্রী৷ কিন্তু তাঁর বিরুদ্ধে প্রার্থী কে? সেটাই এখন বড় প্রশ্ন৷ তবে এই কেন্দ্র থেকে লড়তে হলে প্রস্তুত রুদ্র৷ সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন৷ আবার এও বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতেয়ে দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বলেন, ভবানীপুর কেন্দ্র থেকে কাকে প্রার্থী করা হবে সেই সিদ্ধান্ত নেবে দল৷ দল আমাকে প্রার্থী করলে, সেই সিদ্ধান্ত মেনে নেব৷ কিন্তু আমার ব্যক্তিগত মত, এই নির্বাচন অর্থহীন৷ এক জনের স্বার্থে এই নির্বাচন হচ্ছে৷ আর সেখানে প্রার্থী দেওয়ার অর্থ নির্বাচনকে স্বীকৃতি দেওয়া৷ 

আরও পড়ুন- ভোটের দিন ঘোষণা হতেই উত্তরবঙ্গে প্রাশাসনিক বৈঠক বাতিল করলেন মমতা

রুদ্র আরও বলেন, দল তাঁকে প্রার্থী করলে লড়াই হবে দুই পরাজিত প্রার্থীর মধ্যে৷ কারণ নন্দীগ্রামে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন৷ তেমনই ভাবানীপুরে হেরেছিলেন তিনি৷ তবে উল্লেখ্য বিষয় হল ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি ঘাঁটি বলেই পরিচিত৷ বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পরেই তিনি নন্দীগ্রাম থেকে লড়াই ইচ্ছা প্রকাশ করেন৷ তাঁর ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হন শোভনদেব চট্টোপাধ্যায়৷ রুদ্রনীলকে ২৮ হাজার ভোটে পরাজিত করেন তিনি৷ তবে আত্মবিশ্বাস হারায়নি বিজেপি প্রার্থীর৷ রুদ্রনীল বলেন, আগের বারও আত্মবিশ্বাস ছিল, এবারও আত্মবিশ্বাসের অভাব হবে না৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *