কলকাতা: ‘ভালো আছি..হুম ভালো আছি, মধ্যবিত্ত দাদা হাঁটলে চটিতে কাদা.. এ ঘর-ও ঘর জুড়ে দিব্যি কাটাচ্ছি। অফিস খুলবে কবে ভগবানও বলেনি। টেনশন নিয়ে আমি রোজ মরি-বাঁচি.. ভাল আছি…৷’ এই ভাবে কবিতার মধ্যে দিয়েই মধ্যবিত্ত জগতের এক কঠিন বাস্তব চিত্র তুলে ধরলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ৷
‘ভালো আছি’ এই শব্দ দুটির মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃত দ্ব্যর্থকতা৷ সত্যিই কি ভালো আছে মধ্যবিত্ত? এই সংকটে বোধ হয় সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছে এই মধ্যবিত্ত সমাজ৷ যাঁদের না আছে সরকারি সাহায্যের আশ্বাস, আর না আছে ত্রাণের লাইনে দাঁড়ানোর সাহস৷ লজ্জায় মুখ নত করে হাত পাততে শেখেনি মধ্যবিত্তরা৷ রোজগারপাতি বন্ধ হলেও স্বেচ্ছাসেবীদের দেওয়া চাল-ডাল নিতে সম্মানে বাধে তাঁদের৷ রেশনের চাল-ডালেও ছাড় পায়নি তাঁরা৷
বেতনে কাঁটছাট হলেও, আগুন দামেই সবজি কিনে সংসারের পাঁচজনের মুখে অন্ন তুলে দিতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের কর্তাদের৷ কিন্তু এই ভাবে আর কত দিন? ঘরে বসে খেতে খেতে যে টুকু সম্বল ছিল, সেটাও ক্রমশ ফুরিয়ে আসছে৷ এই আর্থিক অস্বচ্ছ্বলতা অধিকাংশ সময় মধ্যবিত্ত পরিবারে অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়৷ হয়তো অনেক সংসারও এই কারণেই ভেঙে যাবে৷ কিন্তু তখনও মধ্যবিত্ত বলবে ‘ভালো আছি’৷
সরকার সতর্ক করেছে, বাইরে বেরলে চলবে না৷ তাই, ঘরে না খেয়ে মরলেও করোনায় মরা যাবে না৷ রুদ্রনীল ব্যাঙ্গ করেই বলেছেন, ‘‘খালি পেটে মরে যাও, করোনায় মোরো না, তুমি হও সেনাপতি সামরিক৷’’ যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটছে, তাতে মধ্যবিত্ত বাঙালির দেওয়ালে পিঠ ঠেকেছে৷ আর এক মাস এভাবে চললে মাথার উপর চাপবে বিশাল দেনার দায়৷ ক’দিন বাদে প্রতিবাদী হয়ে উঠবে ব্যাংক ব্যালেন্সও৷ তাও এইভাবে কঠিন জীবনযুদ্ধ চালিয়ে তাঁদের বলতে হবে হ্যাঁ, ‘ভালো আছি৷’
ছেলে-মেয়ে নিজেদের জগতে ব্যস্ত৷ মা-বৌ ব্যস্ত পুরনো সিরিয়ালে৷ শুধু ঘুম নেই বাড়ির কর্তার৷ এ ঘর ও ঘর পাইচারি করেই সময় কাটাচ্ছেন তাঁরা৷ আর চিন্তায় চোখের কোলে জমছে কালি৷ মাথা গোঁজার ছাদ রয়েছে, দু’বেলা অন্ন জুটছে ঠিকই, কিন্তু এই কঠিন সময়েও ‘ইঁদুর দৌড়ে’ সামিল মধ্যবিত্ত শ্রেণী। তার উপর রয়েছে ব্লাড প্রেসার, সুগারের মতো ‘রাজকীয়’ রোগভোগ৷ এত সব ঝক্কি সামলেও, মাথা ঠাণ্ডা রেখে, হাসি মুখেই দিন কাটাচ্ছে মধ্যবিত্ত৷ এই মধ্যবিত্তদের হয়েই কথা বললেন রুদ্রনীল৷ তুলে ধরলেন এক রূঢ় বাস্তব৷