কলকাতা: বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এমন এক কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন যেটা অবশ্য ভাবে শহরের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হয়েছেন তিনি। প্রচার পর্ব শুরু হবার পর থেকে এলাকায় এলাকায় ঘুরছেন বিজেপি প্রার্থী তবে আজ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি জানিয়েছেন, এলাকায় তাঁকে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস! এই জন্য থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।
রুদ্রনীল জানিয়েছেন, এদিন সকালে ভবানীপুরের গোপালনগর মোড়ে যখন তিনি প্রচারে বেরিয়েছিলেন তখন বেশ কয়েকজন তৃণমূল কর্মী এবং সমর্থক তাঁকে প্রচারে বাধা দেয়। গালিগালাজ থেকে শুরু করে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ জানিয়েছেন রুদ্রনীল ঘোষ। তিনি আরো বলেন, এই প্রথমবার নয়, এর আগেও তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা তাঁকে প্রচারে বাধা দিয়েছেন। তবে আজ তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ জানাতে এসেছেন। যদিও রুদ্রনীলের আরো অভিযোগ, গোটা ব্যাপারে প্রশাসনের তরফে কোনরকম সাহায্য করা হয়নি তাঁকে। সেই কারণেই বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। রুদ্রনীলের সাফ বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিরোধিতা করছে এবং বিজেপিকে সমর্থন করছে। ঘাসফুল শিবির এই ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না সেই কারণে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে। এমনকি বিজেপির মহিলা সমর্থকদের উদ্দেশ্যে কটু মন্তব্য করা হচ্ছে বলেও জানান ভবানীপুরের বিজেপি প্রার্থী।
আরও পড়ুন- ১০ বছর কাউকে মারপিট করতে দিইনি! ফালাকাটায় বললেন মমতা
প্রসঙ্গত এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের উঠছেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে থেকেই গত দুবার নির্বাচনে জিতেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার কার্যত বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী এবং সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। যদিও নিজের জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপিও দাবি করছে যে শুধু নন্দীগ্রামে নয়, প্রথম দুই দফা নির্বাচনে কমপক্ষে ৫০-৫৫ আসন পেতে চলেছে তারা।