SSKM হাসপাতালে কী ধরনের চিকিৎসা হয়েছে মুখ্যমন্ত্রীর? RTI আইনে চিঠি স্বাস্থ্য দফতরকে

কলকাতা: দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভুল চিকিৎসা হয়েছিল তাঁর। তিনি সরাসরি কোনও হাসপাতালের নাম উল্লেখ না করলেও, চর্চার কেন্দ্রে উঠে আসে এসএসকেএম হাসপাতালের নাম৷ কারণ, বিদেশ সফর থেকে ফিরে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন সরকারি এই হাসপাতালেই৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মাঝে আরটিআই আইনে স্বাস্থ্য দফতরে চিঠি পাঠাল এক স্বেচ্ছাসেবী সংস্থা। হাসপাতালে মুখ্যমন্ত্রীর কী ধরনের চিকিৎসা হয়েছে, তা জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে রাজ্য স্বাস্থ্য দফতরে চিঠি পাঠানো হয়েছে৷ এই স্বেচ্ছাসেবী সংস্থা চিকিৎসা পরিষেবা নিয়ে আন্দোলনের সঙ্গে যুক্ত৷
ওই চিঠিতে একাধিক প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়েছে-
প্রথমত, গত সেপ্টেম্বর মাসে এসএসকেএমে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় কোন কোন চিকিৎসকরা যুক্ত ছিলেন? তাঁদের নাম ও রেজিস্ট্রেশন নম্বরই বা কত৷
দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর কী চিকিৎসা হয়েছিল বা কী কী বায়োকেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্যও জানতে চাওয়া হয়েছে৷
তৃতীয়ত, মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল কি না৷ হলে ওই বোর্ডে কারা কারা ছিলেন?
চতুর্থত, সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে বা অন্য কেউ কোনও অভিযোগ করেছিলেন কি? যদি অভিযোগ হয়ে থাকে, তার প্রেক্ষিতে কী তদন্ত হয়েছে৷