আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী!

আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী!

কলকাতা: কথায় আছে রাখে হরি মারে কে? এই আপ্তবাক্য হারে হারে টের পেলেন হাওড়া স্টেশনের এই যাত্রী। ট্রেন ধরতে এসে এমন ভয়াবহ মুহূর্তের সম্মুখীন হবেন? কল্পনাও করেননি।

কিন্তু, বিপদের সেই মুহূর্তের দেবদূতের মতো হাজির হলেন প্ল্যাটফর্মে থাকা আরপিএফরা। শনিবার দুপুর, ঘড়ির কাঁটায় ১-১০, হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া-শক্তিপুঞ্জ এক্সপ্রেস সবে মাত্র ছাড়ছে। আর এমন সময়ে ট্রেনে উঠতে গিয়ে পা ফস্কালেন যাত্রী!

স্টেশনের আসতে হয়তো সামান্য দেরি হয়েছিল ওই ব্যক্তির। তাই সেই চলন্ত ট্রেন ধরতে মরিয়া ছুট দেন। হাতে ছিল অনেকগুলি ব্যাগ। আর তখনই বিপদ! ট্রেন ধরতে গিয়ে পা ফস্কে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে আটকে যান যাত্রী! মুহূর্তেই তা নজরে আসে প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীদের। প্রাণের তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে যাত্রীকে টেনে তুলে নেন তাঁরা। সেকেন্ডের হেরফের হলে হয়তো ট্রেনের তলায় চলে য়েতে পারতেন। কিন্তু বরাত জোরে প্রান বেঁচে যায় তাঁর।

গোটা ঘটনা ধরা পড়েছে প্ল্যাটফর্মে থাকা সিসি ক্যামেরায়। উদ্ধারকারী আরপিএফ কর্মীরা হলেন- রবিকান্ত কুমার, নীতু কুমারী ও আর ইসলাম। রেলের তরফে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ যাত্রায় বিপদ এড়ানো গেলেও, অনেক ক্ষেত্রেই তা হয় না। রেল প্রশাসনের তরফে বারংবার যাত্রী নিরাপত্তায় প্ল্যটফরম জুড়ে বিজ্ঞপ্তি, প্রচার চালানো হলেও হুঁশ ফিরছে না যাত্রীদের। অনেক সময় এই আসাবধানতার মাসুলও দিতে হয় অনেককে। আজকের এই ঘটনা যেন সেই কথাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =