কলকাতা: রাতের শহর কতটা নিরাপদ তা নিয়ে তর্ক হতে পারে। কিন্তু দিনের কলকাতা? যে ঘটনা ঘটেছে তা শহরের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলে দিয়েছে। দিনের আলোয় খাস কলকাতা শহরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে উল্টোডাঙ্গায়। ওই মহিলা বাউল গানের শিল্পী বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, কলকাতা স্টেশনের কাছে তাঁকে ধর্ষণ করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এই ঘটনা ১২ জুলাইয়ের।
আরও পড়ুন- ভারতের অর্ধেকের বেশি জনসংখ্যা এখনও ৩০ বছরের নীচে!
নির্যাতিতা জানিয়েছে, প্রথমে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়ে তিনি কোনও লাভ পাননি। পরে পরিচিতদের এই বিষয় বললে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা প্রকাশ করলে তাঁকে থানায় ডেকে পাঠায় পুলিশ। নেওয়া হয় লিখিত অভিযোগ। জানান হয়েছে, উলটোডাঙার ডালপট্টিতে দরকারি কাজে গিয়েছিলেন নির্যাতিতা। সেখানেই তাঁকে প্রথমে হুমকি দিয়ে সবকিছু লুঠ করে অভিযুক্ত, তারপর কয়েক ঘণ্টা ধরে ধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মহিলাকে গালিগালাজও করেন অভিযুক্ত। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই ঘটনাস্থল খতিয়ে দেখেছে পুলিশ এবং লুঠ করার জিনিস খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। থানা থেকে জানান হয়েছে, ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণের মামলা দায়ের হয়েছে। যদিও ওই মহিলা আগে দাবি করেছিলেন যে, উল্টোডাঙ্গা মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলতে বলা হয়। তবে এই অভিযোগ সম্পর্কে পুলিশের তরফে কিছু জানা যায়নি।