বেহাল নিকাশি: রাজারহাটে জলের তলায় গোলাপ বাগিচা, মাথায় হাত চাষিদের

বেহাল নিকাশি: রাজারহাটে জলের তলায় গোলাপ বাগিচা, মাথায় হাত চাষিদের

e348ca167a92ebcc759e20b4706cb475

কলকাতা: বৃষ্টি থামার তিনদিন পর সোমবারও জল নামেনি রাজারহাটে। এদিন সকালে রাজারহাটের শিখরপুরে গিয়ে দেখা গেল বড় বড় গোলাপ বাগিচা সম্পূর্ণ জলের তলায়। যার ফলে রাজারহাটের বিখ্যাত গোলাপ বাগান ও মেক্সিকান ঘাসের বাগান জমা জলে পচে নষ্ট হচ্ছে। এর জেরে শিখরপুর ১০০ বাগিচা মালিকের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জন মজুর লাগিয়ে সেই গাছ গুলিকে মাঠের মঝেই মাটি ইট ফেলে উঁচু ঢিবি করে তার ওপর ডাই করে রাখা হচ্ছে।অনেকেই আবার ঝুড়ি ঝাঁকা করে গোলাপের টব গুলো রাস্তার দুপাশে সারি দিয়ে রাখছেন।কেউ কেউ আবার শুকনো ডাঙা জায়গা কিংবা শ্রমিকের অভাবে কিছুই করছেন না। ওই গ্রামের একটি নার্সারির মালিক শুভাশিস মণ্ডল বলেন, ‘কম করে তিরিশ হাজার গোলাপ চারা ছিল আমার। পুজোর আগে ভালই দাম পাচ্ছিলাম। প্ৰতি চারা গাছ ১০ থেকে ১৫ টাকা বিক্রি হচ্ছিল। শীতকালে এটাই চার ইঞ্চি টবে বিক্রি করলে ২৫ টাকায় বিক্রি হতো।”

পুরো বাগান দেখে মনে হবে এটা এখন পুকুর হয়ে গিয়েছে। বলেছিলেন, “ব্যাঙ্কের থেকে ঋণ নিয়ে বাগান করেছিলাম। ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে কমপক্ষে।’’ শিখরপুরের একটি বড় নার্সারির মালিক কল্যান মণ্ডল বলেন, ‘এখানে নিকাশি নালা বলে কিছু নেই। যেটুকু খানা, ডোবা ছিল তা বুঝিয়ে বিল্ডিং তুলে নিয়েছেন প্রমোটাররা। ফলে জমা জল জমে থাকায় প্রতিটি বাগানই পুকুরের চেহারা নিয়েছে। আমার ৫০ থেকে ৬০ হাজার গোলাপ চারা নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতির পরিমান ১৫ থেকে ২০ লক্ষ টাকা। স্বভাবতই, মাথায় হাত ফুল চাষিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *