ভাটের বৈঠকে ডাকবেন না! হঠাৎ বেরিয়ে গেলেন রূপা, স্তম্ভিত বিজেপি

ভাটের বৈঠকে ডাকবেন না! হঠাৎ বেরিয়ে গেলেন রূপা, স্তম্ভিত বিজেপি

কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যে ঘটনা ঘটেছিল ঠিক তারই যেন পুনরাবৃত্তি ঘটছে পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর। একবার ফের ক্ষোভ দেখা দিচ্ছে বিজেপির অন্দরে। তবে বিজেপির ভার্চুয়াল বৈঠকে নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় যে ঘটনা ঘটালেন তা হয়তো নজিরবিহীন। বৈঠক চলাকালীন হঠাৎ বলে উঠলেন, ভাটের বৈঠকে ডাকবেন না! তার পরই তিনি আচমকা বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এতেই স্তম্ভিত বিজেপি নেতৃত্ব।

পুরভোটের প্রার্থী এবং নির্বাচনী ইস্যু নিয়ে বৈঠক ছিল বিজেপির। ভার্চুয়ালি এই বৈঠক চলাকালীন অদ্ভুত এই আচরণ করেন নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এরা ছাড়াও আরো অনেক নেতা এই বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বৈঠক চলাকালীন আশঙ্কা রূপা গঙ্গোপাধ্যায় এইরূপ মন্তব্য করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। বঙ্গ বিজেপি নেতৃত্ব বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি এবং জানা গিয়েছে তারা এই ব্যাপারে দ্বারস্থ হবে কেন্দ্রীয় নেতৃত্বের। তবে হঠাৎ কেন এমন আচরণ করলেন রূপা গঙ্গোপাধ্যায়? নেত্রীর করা একটি ফেসবুক পোস্ট দেখে অনেকে মনে করছেন যে তিনি পুরো ভোটের প্রার্থী তালিকা নিয়ে অসন্তুষ্ট। সেই কারণেই নিজের ক্ষোভ প্রদর্শন করেছেন দলীয় নেতৃত্বের সামনে।

যে ফেসবুক পোস্ট রূপা গঙ্গোপাধ্যায় করেছেন তাতে লেখা রয়েছে, “আজ আমি একেবারে নিশ্চিত হয়ে গেছি যে তিস্তার মৃত্যু কোন নিছক দুর্ঘটনা নয় কিন্তু খুন। ক্ষমা করবে বঙ্গ বিজেপি, আমি নিজের সাধ্যমত গৌরবের পাশে আছি।” আসলে সংশ্লিষ্ট ওয়ার্ডে তিস্তার বদলে তার স্বামী গৌরবকে প্রার্থী করেনি বিজেপি। সেই প্রেক্ষিতেই রূপা এই ধরনের আচরণ করেছেন বলে মনে করছেন সকলেই। উল্লেখ্য, ৮৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিস্তার স্বামী গৌরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 3 =