মুখ্যমন্ত্রী-রোনাল্ডিনহো সাক্ষাৎ হল কালীঘাটে, উপস্থিত ছিলেন তিন প্রধানের কর্তারাও

মুখ্যমন্ত্রী-রোনাল্ডিনহো সাক্ষাৎ হল কালীঘাটে, উপস্থিত ছিলেন তিন প্রধানের কর্তারাও

379d2b15e2716de4689d980f14d6cefb

কলকাতা: পুজোর আবহে গতকালই শহরে পা রেখেছেন ব্রাজিলীয় ফুটবল সুপারস্টার রোনাল্ডিনহো। দুর্গাপুজো নিয়ে এখন থেকেই মাততে শুরু করেছে বাঙালি। জায়গায় জায়গায় প্যান্ডেল হপিংও চালু হয়ে গিয়েছে। এই অবস্থায় তাঁকে দেখার জন্যও উন্মাদনা কম নেই ফুটবল প্রিয় বাঙালির। আর বাংলা যে কার্যত ফুটবল বা ব্রাজিল ‘হাব’ তা আলাদা করে বলতে হয় না। সেই ব্রাজিলীয় কিংবদন্তি আজ গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। 

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে উপস্থিত হন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। একই সঙ্গে ছিলেন কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাবের প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রোনাল্ডিনহোকে। সঙ্গে তাঁর হাতে তুলে দেন ফুটবল। এই রাজ্যে প্রথম ফুটবল অ্যাকাডেমি গড়েছেন ব্রাজিলীয় তারকা। সকালে রাজারহাটে নিজের ফুটবল অ্যাকাডেমি পরিদর্শনও করেন তিনি। তারপর আসেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের চোটের কারণে বাড়ি থেকে বেরতে পারছেন না। নাহলে অন্য কোনও অনুষ্ঠানেই দুজনের সাক্ষাৎ হওয়ার ছিল। 

এদিন রোনাল্ডিনহোকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে উপস্থিত হওয়া রাজু আহমেদও শুভেচ্ছা জানান। ব্রাজিলীয় তারকার হাতে তুলে দেন সংশ্লিষ্ট ক্লাবের জার্সি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *