আরও একবার গর্জন হারাল সুন্দরবন

ক্যানিং: সুন্দরবনে বাঘের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বনদফতরের আধিকারিকদের মধ্যে। সুন্দরবনের আদলমারির জঙ্গলে উদ্ধার হয় একটি বাঘের পচাগলা দেহ। তাই নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বন দপ্তরের আধিকারিকদের অনুমান বাঘটির স্বাভাবিক কারণে মৃত্যু হয়নি। কিন্তু কী ভাবে বাঘটির মৃত্যু হলো তা জানতে বাঘটির দেহাংশের ময়নাতদন্ত হয়েছে বলে জানিয়েছেন এক বন আধিকারিক। তবে ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছুই

7f7e5bad12225d7690a18e246264c400

আরও একবার গর্জন হারাল সুন্দরবন

ক্যানিং: সুন্দরবনে বাঘের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বনদফতরের আধিকারিকদের মধ্যে। সুন্দরবনের আদলমারির জঙ্গলে উদ্ধার হয় একটি বাঘের পচাগলা দেহ। তাই নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বন দপ্তরের আধিকারিকদের অনুমান বাঘটির স্বাভাবিক কারণে মৃত্যু হয়নি।

কিন্তু কী ভাবে বাঘটির মৃত্যু হলো তা জানতে বাঘটির দেহাংশের ময়নাতদন্ত হয়েছে বলে জানিয়েছেন এক বন আধিকারিক। তবে ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি। তবে বন দপ্তরের আধিকারিকরা একে চোরাশিকারের ঘটনা বলে মানতে নারাজ। তিনি জানিয়েছেন, বাঘের কোনও দেহাংশ খোয়া যায়নি। চামড়া, দাঁত সবই উদ্ধার হয়েছে। ফলে বাঘটিকে অর্থনৈতিক কারণে মেরে ফেলার তত্ত্ব এখানে প্রতিষ্ঠিত হচ্ছে না। কিন্তু কি কারণে বাঘটি মারা গেল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। এই নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *