মালদহ: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা৷ এলাকাবাসীর বিক্ষোভের জেরে তিন ঘন্টা বন্ধ থাকল যান চলাচল। মঙ্গলবার বেলায় ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া-২ নং ব্লকের পরাণপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরানপুর ঈদগাহ থেকে চুনাখালি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল। বহুবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও হয়নি কোনও সুরাহা হয়নি৷ সমস্যা সমাধান না হওয়ায় আজ এলাকাবাসী তিন ঘণ্টা ধরে রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এদিন খড়ের আগুন জ্বালিয়ে ও রাস্তায় টানা গাড়ি ফেলে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷
স্থানীয় আশা কর্মী জৈনব খাতুনের অভিযোগ, রাস্তা এতটাই বেহাল যে প্রসূতি মায়েদের জন্য অ্যাম্বুলেন্স ডাকলেও আসে না৷ যার জেরে প্রসূতি মায়েদের পায়ে হেটেই যেতে হয়৷ দূরে দাড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স। সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ‘কুড়ি দিনের মধ্যে রাস্তা সংস্কার করা হবে’ এই আশ্বাস দিয়ে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে অবরোধ তোলেন পরানপুর পঞ্চায়েত প্রধানের স্বামী সাহাজান আলি৷ বাসিন্দাদের আন্দোলনের জেরে টনক নড়েছে প্রশাসনেরও৷ রাস্তার সংস্কারের বিষয়টি নিয়ে চাঁচল-২ নং ব্লকের বিডিও-র সঙ্গে কথা বলেছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়। তিনি বলেন, ‘‘বিডিও-র সঙ্গে কথা বলেছি৷ শীঘ্রই রাস্তা সংস্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছি৷’’