নিউটাউনের রাস্তায় রোড রোমিওদের উৎপাত! তরুণীর শ্লীলতাহানির দায়ে শ্রীঘর

নিউটাউনের রাস্তায় রোড রোমিওদের উৎপাত! তরুণীর শ্লীলতাহানির দায়ে শ্রীঘর

কলকাতা: রেস্টুরেন্টে কর্মরত এক তরুণী বাড়ি ফেরার সময় কটূক্তি৷ প্রতিবাদ করতে গেলে অশালীন মন্তব্য ও অভিযুক্তদের মোবাইলে ছবি তুলতে গেলে তাঁর হাত ধরে বাইকে চেপে টানতে টানতে কিছুটা টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। তাতে অল্পবিস্তর আহত হয় ওই তরুণী। নিউটাউন থানায় তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতদের আজ বারাসাত কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর,  গত ২০ তারিখ রাতে রেস্টুরেন্টের কাজ শেষ করে বাড়ি ফিরছিল জগৎপুর এর বাসিন্দা এক তরুণী। নিউটাউন গোল বিল্ডিংয়ের কাছে আসতেই বাইকের ওপর বসে থাকা দুই যুবক প্রথমে তরুণীকে কটূক্তি করে। এরপর ওই কথা শুনে তরুণী প্রতিবাদ করতে এগিয়ে এলে ওই তরুণীকে অশালীন মন্তব্য করতে থাকে। তরুণী মোবাইলে ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷

 এরপর মোবাইল শুদ্ধ তরুণীর হাত ধরে বাইক স্টার্ট করে এগিয়ে যায় দুষ্কৃতীরা। ওই তরুণীকে বেশ কিছুটা রাস্তা টানতে টানতে নিয়ে যাওয়ার অঙিযোগ উঠেছে৷ এরপর হাত ছেড়ে দিলে রাস্তায় পড়ে গিয়ে অল্পবিস্তর আহত হয়। গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলে নিউটাউন এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাদের বারাসাত কোর্টে তোলা হবে। অভিযুক্তদের নাম রাজু মজুমদার ও সবুজ শীল। নিউটাউনে একের পর এক তরুণী আক্রান্তের ঘটনা ঘটায় পুলিশি প্রহরা আরও সক্রিয় করার দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 8 =