ত্রাণ নিয়ে দুর্নীতি! স্থানীয়দের বিক্ষোভে লাঠিচার্জ, শূন্যে গুলি পুলিশের!

ত্রাণ নিয়ে দুর্নীতি! স্থানীয়দের বিক্ষোভে লাঠিচার্জ, শূন্যে গুলি পুলিশের!

ae0658d97ad2a607c822ab9bb65500d6

মেদিনীপুর: পেরিয়ে গিয়েছে এক মাস৷ কিন্তু অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্তরা এখনও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত! জেলায় জেলায় বাড়ছে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ৷ কখনও বিডিও অফিসে সামনে ক্ষতিপূরণের ফর্ম হাতে সাধারণ জনতার ভিড়, কখনও আবার পথ অবরোধ, বিক্ষোভ৷ ক্ষতিপূরণের দাবিতে বাংলাজুড়ে চলা ক্ষোভ-বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুরে পটাশপুরে৷ ক্ষতিপূরণ পাওয়ার দাবি জানিয়ে স্থানীয়দের বিক্ষোভ-পথ অবরোধ, শূন্য গুলি চালিয়ে, পিটিয়ে তুলে দিল পুলিশ৷

অভিযোগ, পূর্ব মেদিনীপুর পটাশপুর এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা সরকারি সুবিধা পাননি৷ এই নিয়ে বেশ কিছুদিন ধরে তৃণমূল-বিজেপির মধ্যে চলছিল চাপানউতোর৷ দফায় দফায় হয়েছিল বিক্ষোভ৷ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল শাসক-বিরোধী উভয়পক্ষ৷ কিন্তু শাসক-বিরোধী সংঘর্ষের মাঝে আজ একজোট হন পটাশপুর বাসিন্দারা৷ ক্ষতিপূরণের দাবি জানিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ৷

অভিযোগ, পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা৷ পরিস্থিতি বেগতিক দেখে বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ৷ অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়৷ গ্রামবাসীদের পাল্টা প্রতিরোধে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর৷ জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে পটাশপুর৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ বেপরোয়া ভাবে লাঠিচার্জ করে৷

5176c0e875a79008d083a185d9756f8a

স্থানীয় সূত্রে খবর, আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে গতকাল তৃণমূল ও বিজেপি উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ৷  আজ স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান৷ পথ অবরোধ করেন স্থানীয়রা৷ অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণের সরকারি টাকা পাননি৷ বাদ দেওয়া তাঁদের নাম৷ এর প্রতিবাদে আজ রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা৷ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে লাঠিচার্জ করে পুলিশ৷ জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্য গুলি চলে বলেও অভিযোগ৷ যদিও আপাতত উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও সানিয়া বাসিন্দাদের মধ্যে জমছে ক্ষোভ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *