নন্দীগ্রাম: বিজেপির বিক্ষোভে শুক্রবারই উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ আক্রান্ত হয়েছিলেন সরকারি আধিকারিকেরা। ওই ঘটনায় শুভেন্দু ঘনিষ্ঠ বিদেপি নেতা মেঘনাদ পাল সহ ছ’জনকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল ৬ টা থেকে ১২ ঘণ্টার অবরোধে নামল বিজেপি৷
রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে, কোথাও বা টায়ার জ্বালিয়ে শুরু হয়েছে অবরোধ৷ চলছে বিক্ষোভ৷ ফলে বিজেপির ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে একদা জমি আন্দোলনের রণভূমে৷ নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কাঠের গুড়ি ফেলে অবরোধে শামিল হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। ফলে সমগ্র এলাকায় নতুন করে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নন্দীগ্রামের মোড়ে মোড়ে এখন পুলিশে ছয় লাপ৷
শুক্রবার নন্দীগ্রামের হরিপুর কিষান মান্ডিতে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। আক্রান্ত হয়েছিলেন কৃষি আধিকারিক। হামলার ঘটনায় বিকেলের পর শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য মেঘনাদ পাল সহ ৬ জন বিজেপির প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এরই প্রতিবাদ জানিয়ে এদিন সকাল থেকে অবরোধে নেমেছে গেরুয়া শিবির৷ যদিও নন্দীগ্রামের ঘটনাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল৷ তবে নন্দীগ্রামের বর্তমান বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ স্বাভাবিকভাবেই শুভেন্দুর খাসতালুকে নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে বাড়তি পুলিশ বাহিনী৷