পথ দুর্ঘটনায় রণক্ষেত্র অশোকনগর, পুলিশের উপর জোড়া হামলা

কলকাতা: পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র অশোকনগর৷ পুলিশের নজর এড়িতে যেতে গিয়ে একটি বাইকে ধাক্কা মারে গ্যাসের গাড়ি৷ সেই সময় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইফউদ্দিন মণ্ডল নামে এক যুবকের। এরপরই উত্তেজিত জনতা হাবড়া-নৈহাটি রোডের কামারপুর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন৷ ৪ ঘণ্টা পরে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গেলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ।

9909550c73aa108bc5b22764f8d57526

পথ দুর্ঘটনায় রণক্ষেত্র অশোকনগর, পুলিশের উপর জোড়া হামলা

কলকাতা: পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র অশোকনগর৷ পুলিশের নজর এড়িতে যেতে গিয়ে একটি বাইকে ধাক্কা মারে গ্যাসের গাড়ি৷ সেই সময় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইফউদ্দিন মণ্ডল নামে এক যুবকের। এরপরই উত্তেজিত জনতা হাবড়া-নৈহাটি রোডের কামারপুর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন৷ ৪ ঘণ্টা পরে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গেলে তাদের ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে তোলা নেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। সরকারি বাসেও ভাঙচুর চালানো হয়।

দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। কিছু দিন আগে এক কিশোরকে অপহরণের অভিযোগ ওঠে বেনিয়াপুকুর থানার হাড্ডিবাগান এলাকার বাসিন্দা শেখ সাহনাজ ওরফে সানি ওরফে ছোটন কাল্লু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করতে যায় তপসিয়া থানার পুলিশ।

অভিযোগ গ্রেফতারে বাধা দেন সানি ও তাঁর শাগরেদরা। ধস্তাধস্তিতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। এর আগেও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে সানির বির্রুদ্ধে। তবে, ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর পরিবারের। পুলিশের উপর হামলার ঘটনায় সানির বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *