আরও ভয়ঙ্কর সুপার সাইক্লোন ‘আমপান’, বড় ক্ষতির আশঙ্কায় জারি অ্যাডভাইসারি

আরও ভয়ঙ্কর সুপার সাইক্লোন ‘আমপান’, বড় ক্ষতির আশঙ্কায় জারি অ্যাডভাইসারি

 

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমপান৷ ইতিমধ্যেই তা সুপার সাইক্লোনে পরিণত হয়েছে৷ আগামীকাল আছড়ে পড়তে পারে স্থলভাগে৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি দীঘা থেকে মাত্র ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ দ্রুত তা এগিয়ে আসছে শক্তশালী রূপ নিয়ে৷ আর তার জেরে বড়সড় ক্ষতির আশঙ্কায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে অ্যাডভাইসারি৷

আগামীকাল বিকেল বা সন্ধ্যার পর আছড়ে পড়ার সম্ভাবনা সুপার সাইক্লোন ‘আমপানে’র৷ স্থলভাগের ঝড় আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে৷ ঢেউ উঠতে পারে ১৮ ফুট৷ কলকাতায় সর্বোচ্চ ঝড়ের গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷

আর তার জেরে উপকূলে প্লাবণ ও ঝড়ের দাপটের জেরে বড়সড় ক্ষতির আশঙ্কা থেকে জারি অ্যাডভাইসারি৷ হাওয়া অফিসের তরফে অ্যাডভাইসারি দেওয়া হয়েছে৷ কলকাতার সমস্ত বাজার বন্ধ করার অ্যাডভাইসারি জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ আগামীকাল জনজীবন নিয়ন্ত্রণ রাখার বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে৷

আলিপুর আবহা দফতরের তরফের জানানো হয়েছে, উপকূলবর্তী জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ আগামীকাল থেকে এর প্রভাব তীব্র আকার ধারণ করবে৷ পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এনডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷ তৎপর প্রশাসন৷ ইতিমধ্যেই মৎস্যজীবি ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জানানো হয়েছে৷ ঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে৷ কাঁচা বাড়ী, বিদ্যুতের খুঁটি, টেলি যোগাযোগ ভেঙে পড়তে পারে৷ পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গে এনডিআরএফের ১৭টি দল কাজ করছে৷ আরও ১২ টি দল তৈরি রাখতে বলা হয়েছে৷

ওডিশার উপকূলে আজ রাত থেকেই ঝড় শুরু হয়ে যাবে৷ দোতলা বাড়ির সমান ঢেউ হতে পারে সাগরে৷ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার উপকূলে ঝড়ের গতিবেগ ১৮৫ কিলোমিটার থাকতে পারে৷ কলকাতা ঝড়ের গতিবেগ ১২০কিমি প্রতি ঘণ্টা থাকতে পারে৷ ওই তিন জেলায় প্রভূত ক্ষতির আশঙ্কা করছে আলিপুর আবহা দপ্তর৷ পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে৷ পূর্ব মেদিনীপুর জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে৷ আজ থেকে হালকা ও মাঝারি বৃষ্টি ও কাল থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে৷ দক্ষিণ ২৪ পরগনায় ভয়ংকর জলোচ্ছ্বাস দেখা দিতে পারে৷ নিচু এলাকা ভেসে যেতে পারে৷ কাল সকাল থেকে কলকাতায় ঝড়ের গতিবেগ বাড়বে৷ দিঘা উপকূলে আছড়ে পড়তে পারতে পারে ঝড়৷ সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে৷ দিঘা সমুদ্র সৈকতের চূড়ান্ত সর্তকতা জারি করেছে প্রশাসন৷ ক্যানিং, বকখালি, নামখানায় জরুরি বৈঠকে বসেছে স্থানীয় প্রশাসন৷ মজুত রাখা হচ্ছে ত্রাণ৷ নজরদারি শুরু করেছে এনডিআরএফ৷ চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে হলদিয়া বন্দরে৷ জাহাজ ঢোকার বন্ধ করে দেওয়া হয়েছে৷

তাজা খবরের জন্য নজর থাকুক AajBikel.com-এর পাতায়…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =