‘চাল চোর সরকার, আর নেই দরকার’! ফের বিস্ফোরক লকেট

‘চাল চোর সরকার, আর নেই দরকার’! ফের বিস্ফোরক লকেট

পূঃ মেদিনীপুর: বাঁকুড়ায় একদিকে যখন তৃণমূলের নেতা-কর্মীদের ত্যাগী হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে তখন মমতার ত্যাগী মন্তব্য নিয়েই বিস্ফোরক হয়ে উঠলেন বিজেপি সাংসগ লকেট চট্টোপাধ্যায়৷ বললেন, চাল চোর সরকার, আর নেই দরকার৷ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার রেলস্টেশন সংলগ্ন ময়দানে বিজেপির কৃষি আইনের সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয় ৷ দুপুর ২ টায় এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির তাবড় তাবড় নেতা ও নেতৃত্বরা৷ সেই মঞ্চ থেকেই মু্খ্যমন্ত্রীকে একহাত নিলেন লকেট৷ 

তৃণমূলকে কটাক্ষ করে লকেট বলেন, তৃণমূল নাকি ত্যাগী৷ একদিকে কয়লা পাচার হচ্ছে, সোনা  পাচার হচ্ছে, একদিকে মানুষের জীবন যাচ্ছে অন্যদিকে চাল চুরি করছে৷ চারিদিক দিয়ে পাচার হচ্ছে আর তৃণমূল নাকি ত্যাগী৷ মানুষ বুঝে গেছে এদেরকে তাড়াতে হবে৷ এদিন লকেট আরও বলেন, তৃণমূলের যে দুটো ছোট ছোট ফুল আছে তার এখন দুটি মালি রয়েছে৷ এখন পিসি আর ভাইপো আছে অর্থাৎ মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ তৃণমূলে নেই। দেখবেন আস্তে আস্তে সবাই বিজেপিতে চলে আসছে৷

তৃণমূলকে তুলোধনা করে লকেট বলেন, বাংলায় মহিলাদের কে ধর্ষণ করে পুড়িয়ে মারছে দিদির সরকারের। লকেটের অভিযোগ, দিদি সরকার নাকি বহিরাগত আখ্যা দিয়েছেন ? বহিরাগতদের  বাইরে থেকে এনে এদেশে ঢুকিয়ে তাদেরকে ভোটার আই কার্ড বানিয়ে দিয়েছে দিদির সরকার । একের পর এক বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে এবং শিল্প ও বাণিজ্য থেকে রাজ্যকে ফাঁকা করে দিয়েছে মমতার সরকার, কটাক্ষ লকেটের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =