দিনে দুপুরে আইও বদল? বিচারকের সামনেই ভু ধরালেন কৌঁসুলি, তোলপাড় কোর্ট

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচির মাঝেই হঠাৎ শুরু হয় তাণ্ডব৷ ভাঙচু করা হয় আরজি করে৷ আক্রান্ত হন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরাও৷ এই…

thana4

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচির মাঝেই হঠাৎ শুরু হয় তাণ্ডব৷ ভাঙচু করা হয় আরজি করে৷ আক্রান্ত হন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরাও৷ এই ঘটনায় গ্রেফতার ১২ অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়৷ সেখানেই ঘটে গেল পুলিশের ‘পোশাক বিভ্রাট’। অন্য এক পুলিশ আধিকারিকের উর্দি পরে আদালতে হাজির হলেন এই মামলার ইনভেস্টিগেশন অফিসার বা আইও৷ অভিযুক্তদের আইনজীবী দুপুরে আইও বদলের অভিযোগ আনতেই শোরগোল৷ নজিরবিহীন এক ঘটনার সাক্ষী থাকল শিয়ালদহ কোর্ট।

এই মামলার তদন্ত করছেন টালা থানার অফিসার অভিষেক ঘোষাল।কিন্তু, গতকাল আদালতে অভিষেকবাবু যাননি। পরিবর্তে তাঁর ইউনিফর্ম, ব্যাচ, নেমপ্লেট পরে আদালতে আসেন টালা থানার অন্য এক পুলিশ কর্মী। বিচারকের সামনে তাঁর নাম জিজ্ঞেস করতেই আসল ঘটনা সামনে আসে৷ কিন্তু, কেন তিনি এমনটা করলেন?

তিনি বলেন, অশান্তি সামলাতে গিয়ে তাঁর ইউনিফর্ম নোংরা হয়ে গিয়েছিল। তাই তিনি অভিষেকবাবুর পোশাক পরে এসেছেন! যা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হন বিচারক৷