দুর্ভেদ্য দুর্গ! নবান্ন অভিযান রুখতে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল, জলকামান-কাঁদানে গ্যাসে প্রস্তুত ৬০০০ পুলিশ

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’৷ কলকাতা ও হাওড়া থেকে একাধিক মিছিল নবান্নের উদ্দেশে রওনা দেবে। এই মিছিল…

Kolkata Police Directive Controversy

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’৷ কলকাতা ও হাওড়া থেকে একাধিক মিছিল নবান্নের উদ্দেশে রওনা দেবে। এই মিছিল আটকানোর দায়িত্ব ২৫ জন উপ-নগরপাল পদমর্যাদার অফিসারকে দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। আজ সকাল থেকেই ঘিরে ফেলা হয়েছে গোটা নগরী৷ হাওড়া সেতুর কলকাতার দিকের অংশ-সহ পাঁচ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল বসানো হচ্ছে। থাকবে কাঠের সিজার ব্যারিকেড। হাওড়ার দিকে নবান্নে যাওয়ার রুটে চার জায়গায় বসানো হচ্ছে লোহার ব্যারিকেড৷ রাস্তা খুঁড়ে বড় লোহার পাইপের সঙ্গে ব্যারিকেডগুলি ঝালাই করে দেওয়া হচ্ছে, যাতে বিক্ষোভকারীদের প্রবল ধাক্কাতেও সেগুলি উপড়ে না আসে৷

 

মঙ্গলবার কলকাতার পথে থাকবে মোট ৬ হাজার পুলিশকর্মী৷ থাকবেন ২৬ জন ডেপুটি কমিশনার আধিকারিক৷ মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড করা হয়েছে। পরিস্থিতি বুঝে বন্ধ করে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতু৷ জলকামান, টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত থাকবে পুলিশ। বিদ্যাসাগর সেতুর দু’পাশে অর্থাৎ কলকাতা ও হাওড়া দুই দিকেই ব্যারিকেড করে দেওয়া হবে৷ রাজ্য পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, এই নবান্ন অভিযান বেআইনি। প্রথমত কোনও নির্দিষ্ট সংগঠন এই অভিযানের ডাক দেয়নি৷ দ্বিতীয়ত, নিয়ম মেনে পুলিশের কাছে কোনও আবেদনও জানানো হয়নি। পুলিশ এই মিছিলের অনুমতি দিচ্ছে না।