RG Kar: ফের সন্দীপ-অভিজিতকে মুখোমুখি বসিয়ে জেরা! কী জানতে চাইবে CBI?

RG Kar Medical College investigation নিজস্ব প্রতিনিধি: গোটা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত একটা বিষয়ই রয়েছে। যা নিশ্চিতভাবে হল আরজিকর কাণ্ড। সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে…

RG Kar Medical College investigation

RG Kar Medical College investigation

নিজস্ব প্রতিনিধি: গোটা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত একটা বিষয়ই রয়েছে। যা নিশ্চিতভাবে হল আরজিকর কাণ্ড। সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে মঙ্গলবার সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আর তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার আরও তিন দিনের জন্য আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই পরিস্থিতিতে তাঁদের মুখোমুখি বসিয়ে সিবিআই জেরা করবে বলে খবর। সেক্ষেত্রে কী কী বিষয় জানতে চাইবে সিবিআই? ( RG Kar Medical College investigation)

CBI investigation

সিবিআইয়ের দাবি, গত ৯ আগস্ট যেদিন নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল সেদিন সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছিল। মোবাইল ফোনের কল ডিটেলস সূত্রে এমনটাই তাঁরা জানতে পেরেছেন। এছাড়া টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে তা পরীক্ষা করে দেখার প্রয়োজনীয়তার কথা আদালতে বলেছে সিবিআই। জানা গিয়েছে শিয়ালদা আদালতে সিবিআই রিপোর্ট পেশ করেছে। সেখানে ফের সন্দীপ ঘোষের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার সম্ভাবনার কথা সিবিআই উল্লেখ করেছে।

 

Junior Doctors Strike West Bengal Junior doctors strike West Bengal
আরজি কর

অচেতন দেহ লেখা হল কেন?

রিপোর্টে সিবিআই উল্লেখ করেছে,

“সেদিন তরুণী চিকিৎসককে যে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেটা কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তা সত্ত্বেও অচেতন দেহ পাওয়া গিয়েছে প্রথমে লেখা হয়েছিল কেন? টালা থানায় দুপুর ২.৫৫ মিনিটে যে জেনারেল ডায়েরি (৫৪২ নম্বর জিডি) নথিভুক্ত হয়েছিল তাতে এমনটাই লেখা হয়েছিল। আরজিকরের তদানীন্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ আইনের সঠিক ধারায় এফআইআর করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি নিজের থেকেই নাকি কারও নির্দেশে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার হিসেবে এমন কাজ করেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এছাড়া আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ আগে থেকেই চিনতেন কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই। আর কার মদতে হাসপাতালে অবাধে ঘুরতেন সঞ্জয়, কেউ তাঁকে মত্ত অবস্থায় সেমিনার হলে পাঠিয়েছিলেন কিনা, সেটাও দেখছেন সিবিআই আধিকারিকরা।

RG Kar Medical College

RG Kar movement intensifies RG Kar incident TMC's response to crime in West Bengal

গত রবিবার সন্ধ্যায় অভিজিৎ ও সন্দীপকে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে বলে খবর। ফের তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা চলবে বলে খবর। আর সেখানে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হবে তাঁদের, এমনটাই সূত্রের খবর। সবমিলিয়ে রহস্য পুরোপুরি ভেদ করার জন্য সিবিআইয়ের প্রচেষ্ট অব্যাহত।

আরও পড়ুন-

আরজি কর-কাণ্ডে এ বার মিনাক্ষীকে CBI তলব

নবান্নের বৈঠকে প্রায় সব দাবিই মেনে নিল রাজ্য সরকার! 

পুজো কার্নিভাল না করলেই নয়?

সন্দীপ ঘোষের ভয়ঙ্কর রুপ, গায়ে কাঁটা দেবে!

‘এক দেশ এক নির্বাচন’ হলে বিরোধীরা কেন অসুবিধায় পড়বে? One Nation One Election

নাবালকদের জন্য পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র, রয়েছে শেয়ার,বন্ডে বিনিয়োগের সুযোগ!

আরজি কর-কাণ্ডে এ বার মিনাক্ষীকে CBI তলব, আজই সিজিওতে যাচ্ছেন যুবনেত্রী CBI Summons Minakshi Mukherjee

RG Kar: অরিজিৎ বলেই অ্যান্থেম? ‘আর কবে’ এখানেই আলাদা | RG Kar Anthem ‘Aar Kobe’

RG Kar: অরিজিৎ বলেই অ্যান্থেম? ‘আর কবে’ এখানেই আলাদা | RG Kar Anthem ‘Aar Kobe’

Bengal:   The Supreme Court expressed satisfaction with the CBI’s investigation into the RG Kar Medical College case. Former principal Sandeep Ghosh and ex-OC Abhijit Mandal are in CBI custody for three more days. Key details and implications of the case revealed.