R G Kar-কাণ্ড: ‘ব্রুটালি মার্ডার’ করা হয়েছে.. দেহ দেখে বেরিয়েই দাবি বিধায়ক নির্মল ঘোষের

কলকাতা: আর জি কর-কাণ্ডে শোরগোল চিকিৎসক মহলে৷ মেডিক্যালের ছাত্রী তথা জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নাইট ডিউটি চলাকালীন বিশ্রাম নেওয়ার জন্য ওই…

RG kar case

কলকাতা: আর জি কর-কাণ্ডে শোরগোল চিকিৎসক মহলে৷ মেডিক্যালের ছাত্রী তথা জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নাইট ডিউটি চলাকালীন বিশ্রাম নেওয়ার জন্য ওই চরুণী চিকিৎসক যে ঘরে গিয়েছিলেন, পর দিন সকালে সেই ঘর থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে চলে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রাথমিক তদন্তে খুন ও ধর্ষণের ইঙ্গিত মিলেছে। তদন্ত শেষের আগেই বিস্ফোরক দাবি করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, খুন করা হয়েছে ওই তরুণী চিকিৎসককে।

মৃত জুনিয়র ডাক্তার উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা। খবর পেয়েই শুক্রবার হাসপাতালে পৌঁছান পানিহাটির বিধায়ক৷ সেখানে আন্দোলনরত চিকিৎসক ও মৃতার সহপাঠীদের সঙ্গে কথা বলেন তিনি। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “ওঁকে যে খুন করা হয়েছে, তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। ব্রুটালি মার্ডার (নৃশংসভাবে খুন) করা হয়েছে। কে করেছে, তাকে খুঁজে বের করতেই হবে।” কেন ব্রুটালি মার্ডার বলছেন? এই প্রশ্নের জবাবে নির্মল ঘোষ বলেন, “ব্রুটাল মার্ডার বলতে যা বোঝায়, সেটাই হয়েছে। পুলিশ ও প্রশাসন বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। মহিলা চিকিৎসকরাও আছেন।”