ঘটনার পরদিনই ক্রাইম সিনের পাশে ‘সংস্কারে’র নির্দেশ! সই সন্দীপের, প্রকাশ্যে নথি

কলকাতা:  আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক অভিযোগ সামনে এসেছে৷ তার মধ্যে অন্যতম হল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। ঘটনার পর থেকেই…

RG Kar crime scene area Sandeep Ghosh

কলকাতা:  আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক অভিযোগ সামনে এসেছে৷ তার মধ্যে অন্যতম হল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। ঘটনার পর থেকেই তথ্য লোপাটের অভিযোগ করে আসছে নির্যাতিতার পরিবার৷ এর যথেষ্ট কারণও রয়েছে৷ ঘটনার পরেই ভেঙে ফেলা হয়েছিল সেমিনার রুম লাগোয়া এলাকা৷ বলা হয় সংস্কার করা হবে৷ এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ জানা গেল, সেমিনার রুম সংলগ্ন জায়গা ভাঙার নির্দেশ দিয়েছিলেন খোদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ (RG Kar Hospital evidence tampering)

কার নির্দেশে সংস্কার?

সিবিআই-এর হাতে তদন্ত ভার যাওয়ার আগেই ক্রাইম সিন অর্থাৎ সেমিনার রুম নষ্ট করে ফেলা হয়। কিন্তু কেন এই ভাঙচুর? কার নির্দেশেই বা করা হল এই সংস্কার?

 

ঘটনার পর দিনই ঘর ভাঙার নির্দেশ

এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তদন্তকারী অফিসারদের হাতে আসে পিডব্লিউডি-কে লেখা একটি অনুমতিপত্র। যেখানে ছিল চিকিৎসকদের অন ডিউটি রুম-শৌচাগার ভাঙার নির্দেশ। যেখানে সই রয়েছে সন্দীপ ঘোষের। তারিখ ১০ অগাস্ট।  ৯ অগাস্ট চার তলার সেমিনার রুম থেকে নিহত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়৷ এর ঠিক পরের দিনেই আসে ঘর ভাঙার নির্দেশ৷ যদিও হাসপাতালের সাফই, সিদ্ধান্ত আগেই হয়েছিল৷

আরও পড়ুন-

টাকা দিতে চেয়েছিল পুলিশ, দাহ করতে চায় দ্রুত

 

Bengal: shocking allegations of evidence tampering in the rape and murder case of a young doctor at RG Kar Hospital. Family claims crucial evidence was destroyed. Former principal Sandeep Ghosh allegedly ordered the demolition of the crime scene area. CBI investigates.