আরজি কর-কাণ্ডে অভিনব প্রতিবাদ, সরকারি পুজো অনুদান প্রত্যাখ্যান একাধিক ক্লাবের, প্রতিক্রিয়া কুণালের

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা বাংলা৷ প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশে৷ সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছেন দলমত নির্বিশেষে সকল…

durga puja kunal

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা বাংলা৷ প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশে৷ সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছেন দলমত নির্বিশেষে সকল মানুষ৷ এবার প্রতিবাদ জানিয়ে অভিনব পদক্ষেপ করল বেশ কয়েকটি পুজো কমিটি। দুর্গাপুজোর আয়োজনে ৮৫ হাজার টাকা সরকারি অনুদান প্রত্যাখ্যান করল একাধিক উদ্যোক্তা।

 

শুক্রবারই আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তরপাড়া শক্তি সংঘ পুজো কমিটি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে। পুজো উপলক্ষে সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাঁদের বার্তা, ‘‘মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেবো।” তাঁদের দেখানো পথে হাঁটেন আরও বেশ কিছু উদ্যোক্তা৷

 

পাল্টা কুণাল একটি পোস্টে লেখেন, ‘‘এটা একটা ক্যাম্পেন, বীরত্ব দেখানোর। আপনাদের অনেক টাকা আছে, তাই নিচ্ছেন না, ভালো। কিন্তু এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা, আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান, ৮৫ হাজার টাকা নয়। বাংলায় আসল দুর্গারা সবচেয়ে বেশি নিরাপদ। যাঁরা ৮৫ হাজার টাকা নিচ্ছেন না, তাঁদের বলি, পুজো একটা অর্থনীতি কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন, কবে শরৎকাল আসবে। ডেকরেটর্স, আলো, প্রতিমাশিল্পী, ফুলচাষি, কুটিরশিল্প – এই সকলের কাছে যাতে টাকা পৌঁছয়, শ্রমজীবী মানুষ যাতে হাতে টাকা পান, তার জন্য ৮৫ হাজার টাকা দেওয়া। যাঁরা বয়কট করছেন, তাঁরা যেন গরিব মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিয়ে আসেন। এই টাকা যাতে পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয়, তার জন্যেই মমতা বন্দ্য়োপাধ্যায় ৮৫ হাজার টাকা দিচ্ছেন।”