পুজোর মিটতেই বোমার শব্দ ফিরল ভাটপাড়ায়! এবার বোমা পড়ল স্কুলে

পুজোর মিটতেই বোমার শব্দ ফিরল ভাটপাড়ায়! এবার বোমা পড়ল স্কুলে

ভাটপাড়া: দুষ্কৃতী দৌরাত্ম্য কিছুতেই দমছে না ভাটপাড়ায়। পুজো মিটতে না মিটতেই ফের অশান্ত হয়ে উঠল ভাটপাড়া।

দশমীর রাতে ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলিতে কাঁকিনাড়া হাইস্কুলের গায়ে বোমা ছুঁড়ল একদল দুষ্কৃতী। বিসর্জনের রাতে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন।

প্রতক্ষ্যর্শীদের বয়ান অনুযায়ী, দশমীর রাতে যখন সবাই  মায়ের ভাসানে ব্যাস্ত ঠিক তখন রোশন ও লাঙ্গা নামে এলাকার দুইজন যুবক যারা দুষ্কৃতী বলেই পরিচিত তারা পায়ে হেঁটে এসে স্কুলের গায়ে বোমা মেরে চম্পট দেয়। হঠাৎ কোনও প্ররোচনা ছাড়া ওরা কেন বোমা মারলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন, ঘটনায় জড়িতদের পাকড়াও করতে প্রশাসনকে বলা হয়েছে। তৃণমূল নেতৃত্ব এই বোমাবাজির পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ করছে।

অন্যদিকে বিজেপির অভিযোগ, এলাকা দখলকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে এই ঘটনা ঘটেছে৷ যদিও তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডের দাবি, এটা দলের কোনও গোষ্ঠী দ্বন্দের বিষয় নয়। বিরোধীদের চক্রান্ত৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তদন্তেই সব স্পষ্ট হয়ে যাবে৷ এদিকে বোমাবাজি ফের শুরু হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা৷ তাঁদের কথায়, ষষ্ঠীতেও বোমা পড়েছিল এলাকা৷ মাঝে তিনটে জিন চুপ থাকার পর ফের আবার শুরু হল দুষ্কৃতী দৌরাত্ম্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *