দিঘা: দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া কিশোরের অবশেষে মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার সকালে ওল্ড দিঘার সমুদ্র সৈকত। প্রথমে পরিচয় উদ্ধার না হলেও পরে পরিচয় উদ্ধার হয়৷ এরপর দিঘা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে মৃত কিশোর সৈকত দত্ত (১৭)। তার বাড়ি হাওড়া জেলায় চ্যাটার্জিহাট থানার মন্দিরতলা গ্রামে। জানা গিয়েছে, রবিবার দাদা সব বন্ধু-বান্ধব মিলে দশজন সৈকত দিঘা বেড়াতে আসেন। ওল্ড দিঘা সি হক ঘোলা ঘাটে সমুদ্রে স্নান করার সময় আচমকাই সৈকত দত্ত তলিয়ে যায়৷ এরপর তার দাদা সহ বন্ধু-বান্ধব মিলে দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ খোঁজাখুজি করলেও দুইদিন কেটে গেলেও কোথাও সন্ধান পায়নি।
মঙ্গলবার সকালে ওল্ড দিঘা সমুদ্র সৈকতে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তারা দিঘা থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পরে পরিবারের লোকেরা শনাক্ত করেন। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷ বারংবার দিঘার সমুদ্রে পর্যটক মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন৷ প্রশাসনিক পর্যাপ্ত নজরদারি না থাকার ফলেই কি এই ঘটনা, তা নিয়েও উঠছে প্রশ্ন৷