Liquor Store
কলকাতা: ২০১৬ সাল থেকে পুজোয় কোনও ‘ড্রাই ডে’ নেই। অর্থাৎ পুজোতে সব দিনই চাইলে মদের দোকান খোলা থাকতে পারে। সেই সিদ্ধান্ত বিক্রেতাদের ওপরই ছেড়েছিল আবগারি দফতর। তবে খুচরো বিক্রেতাদের একাংশের দাবি ছিল, কর্মচারিদের ছুটির দিকটাও ভাবা হোক। সেই ইস্যুতে এবার বিশেষ নির্দেশ দিল রাজ্য সরকার। জানানো হল, কোনও মদবিক্রেতা চাইলে দুর্গাপুজোর অষ্টমী এবং দশমীর দিন দোকান বন্ধ রাখতে পারেন। যদিও তা অনুমতিসাপেক্ষ।
সরকারের তরফে জানানো হয়েছে, পুজোয় মদের দোকান বন্ধ রাখতে গেলে তা এলাকা ভিত্তিক সুবিধা অনুযায়ী বন্ধ রাখতে হবে। দোকান বন্ধ রাখতে ইচ্ছুক বিক্রেতাদের আবেদন করতে হবে জেলা আবগারি দফতরের কাছে। তারাই এলাকা বিবেচনা করে এক বা দু’দিন দোকান বন্ধ রাখার অনুমতি দেবে। এর আগে দুর্গাপুজোর সময়ে দেড় দিন বন্ধ থাকত রাজ্যের সব মদের দোকান। অষ্টমীতে গোটা দিন এবং দশমীতে বিকেল ৫টার পরে বন্ধ করে দেওয়া হত। কিন্তু হালে সেই নিয়ম নেই। যদিও ২০১৫ সাল পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাজ্যের সব মদের দোকান ‘ড্রাই ডে’ হিসাবে বন্ধ থাকত। এখন অবশ্য সেই নিয়মও নেই।
বর্তমানে প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম এবং গান্ধীজয়ন্তী, এই পাঁচ দিনই রাজ্যে মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকে। অনেক বছর ২ অক্টোবর অর্থাৎ গান্ধীজয়ন্তী পুজোর মধ্যে পড়ে গেলে মদের দোকান বন্ধ হয়ে যেত, ছুটি পেতেন কর্মচারীরা। যদিও সেটা কাকতালীয় ব্যাপার।