BREAKING: রাজ্যে বিধি-নিষেধ বাড়ল ৩০ জুলাই পর্যন্ত

BREAKING: রাজ্যে বিধি-নিষেধ বাড়ল ৩০ জুলাই পর্যন্ত

c8b00bae586cc662e04dc94e3808e64d

কলকাতা: আগামীকাল পর্যন্ত ছিল রাজ্যের করোনা বিধি নিষেধ। মনে করা হচ্ছিল যে তারপর হয়তো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু সেই নিয়ম বাড়ান হল ৩০ জুলাই পর্যন্ত। এদিন নবান্নের তরফে বিবৃতি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আগের মতোই সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সম্পূর্ণভাবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস, লোকাল ট্যাক্সি, অটো চলবে। অন্যদিকে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চালানো হবে আগের মতই। সব ক্ষেত্রে সাধারণ মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, আগের মতোই সিনেমা হল থেকে শুরু করে সুইমিং পুল এবং স্পা সেন্টার গুলি বন্ধ থাকবে। যদিও রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলের সাঁতারুরা সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সমস্ত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জমায়েত আগের মতই বন্ধ রাখতে হবে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে আগের মতই ৫০ জন এবং শ্রাদ্ধানুষ্ঠানে আগের মতই ২০ জন থাকার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে মর্নিং ওয়াক করার জন্য পার্ক গুলি খোলা রাখা হবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এবং শুধুমাত্র টিকা নেওয়া মানুষকেই ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে আগের নিয়ম অনুযায়ী বাজার হাট এবং দোকান খোলা থাকবে। একই নিয়ম রেস্তোরাঁ, শপিং মল, বার এবং হোটেলের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। অন্যদিকে, বন্ধই থাকছে লোকাল ট্রেন। তবে আংশিক ভাবে খুলছে মেট্রো পরিষেবা। সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *