কিছুদিনের জন্য উঠছে নাইট কার্ফু! বিধি নিষেধের মেয়াদ বাড়লই

কিছুদিনের জন্য উঠছে নাইট কার্ফু! বিধি নিষেধের মেয়াদ বাড়লই

কলকাতা: আরও এক মাস বাড়ানো হল করোনা বিধি নিষেধ। ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই বিধি নিষেধ। তবে পুজোর জন্য ১০ থেকে ২০ অক্টোবর রাতের বিধি নিষেধ তুলে নেওয়া হল। অর্থাৎ রাত ১১ টা থেকে ভোর ৫ টা মানুষ বেরোতে পারবেন। তবে লোকাল ট্রেন আগের মতোই চলবে না। বাকি বিধি নিষেধ যেমন ছিল, তেমন থাকছে বলে জানান হয়েছে।

আরও পড়ুন- তৃতীয়বারের প্রচেষ্টায় UPSC-তে প্রথম বিহারের ছেলে, ভালো থাকুক গরিব মানুষগুলো, স্বপ্ন শুভমের

আগের মতোই স্কুল, কলেজ বন্ধই থাকছে। বাজার-হাট খোলার ক্ষেত্রে আগের নিয়মই বজায় থাকবে। তবে রাত ৯টা থেকে সকাল ৫ টা পর্যন্ত যে বিধিনিষেধ ছিল তা পুজোর জন্যই তুলে নেওয়া হয়েছে। তবে বাকি দিনগুলতে নিয়ম অমান্য করা যাবে না। এছাড়া যে কোনও অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জনের অনুমতি রয়েছে আগের মতোই। এবারেও লোকাল ট্রেন চালুর অনুমতি দেয়নি রাজ্য সরকার। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ না হলে আশ্বস্ত হতে পারছে না রাজ্য সরকার৷ আর যতদিন না ৫০ শতাংশ টিকাকরণ হচ্ছে গ্রামে, ততোদিন ট্রেন বন্ধই থাকবে রাজ্যে৷ এখন আবার করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে তাই সরকার কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না। 

আরও পড়ুন- নিম্নমুখী হচ্ছে অ্যাকটিভ কেস! আরও কম দেশের দৈনিক সংক্রমণ

অন্যদিকে, সামনেই পুজোর মরশুম। তাই অতিরিক্ত ভিড় নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ বাড়লে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের তরফে। গত বছর অনেক বিধি নিষেধ জারি করা হয়েছিল পুজোয়। এইবারও সেই এক নিয়ম থাকে কিনা তাই দেখার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *