নদীয়া: শান্তিপুর উপনির্বাচনের বাকি আর দুই দিন। আর তার আগেই ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। এবার বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালিয়ে চম্পট দিল চোরেরা।
সূত্রের খবর, শান্তিপুর থানার বাইগাছি পাড়া এলাকার বাসিন্দা সোমা বিশ্বাস ও তার স্বামী প্রসেনজিৎ বিশ্বাস চিকিৎসা করাতে গত কয়েকদিন আগে ভেলরে গিয়েছিলেন৷ ফলে তাঁদের বাড়ি ফাঁকাই ছিল। অভিযোগ, সেই বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বুধবার রাতে কিছু দুষ্কৃতী বিশ্বাস দম্পতির বাড়ির পিছনের জানলা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায়।
বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ভাঙা জানলা দেখতে পেয়ে সোমা বিশ্বাসের বাবাকে খবর দেন৷ তিনি এসে বাড়িতে ঢুকে দেখেন, গোটা ঘর লন্ডভন্ড৷ এরপরই লুটপাটের বিষয়টি সামনে আসে। তবে বিশ্বাস দম্পতি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উপনির্বাচনের জন্য যখন শান্তিপুর এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন, তখন এমন এক চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা৷ তাঁদের কথায়, উপ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় পুলিশি কড়াকড়ি রয়েছে বলে কর্তাদের দাবি৷ সত্যি যদি নিরাপত্তার কড়াকড়ি থাকে, তাহলে এমন চুরি হয় কি করে? বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একাধিকবার এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে৷ ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁরা৷ পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷