চাঁচল: এবার ভ্যাকসিন না পেয়ে চাঁচোল সুপারস্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল থেকে ভ্যাকসিন পাওয়ার আশায় লাইনে ভিড় করেন কয়েক’শ পুরুষ এবং মহিলারা। কিন্তু বেলা গড়াতেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ নির্দিষ্ট সময়সীমা ধরে করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। এরপরই ভ্যাকসিন না পেয়ে লাইনে অপেক্ষারত মানুষেরা বিক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করছি ঠিকই। কিন্তু আমরা ভ্যাকসিন পাচ্ছি না। কাদেরকে কিভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। এমনকি এই সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ভ্যাকসিন বিভিন্ন জায়গায় সরবরাহ করছে বলেও বিক্ষোভকারীরা অভিযোগ করেন। আর তারপরই এদিন করোনার ভ্যাকসিনের দাবিতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো পুরুষ-মহিলারা।
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য জড়ো হচ্ছেন বহু মানুষ। আর অধিকাংশ মানুষেরাই ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। যদিও এ ব্যাপারে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি। চাঁচোল মহকুমা প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।