পুলিশ থেকেও নেই, বহিরাগতদের তাণ্ডব রুখতে হাতে লাঠি তুলে নিলেন বাসিন্দারা

পুলিশ থেকেও নেই, বহিরাগতদের তাণ্ডব রুখতে হাতে লাঠি তুলে নিলেন বাসিন্দারা

অশোকনগর: পুলিশ থেকেও নেই৷ এই অভিযোগ তুলে এবার ময়দানে নামলেন বাসিন্দারা৷ তাদের অভিযোগ, এলাকায় বাড়ছে বহিরাগত তাণ্ডব৷ দাবি ছিল পুলিশি সক্রিয়তারও৷ তবু তা না হওয়ায় এবং ফের এলাকায় বহিরাগত তাণ্ডব শুরু হওয়ায় প্রতিরোধের পাঁচিল গড়তে হাতে লাঠি তুলে নিলেন এলাকার বাসিন্দারা৷ অশোকনগর পুরসভা ২৩ নম্বর ওয়ার্ডের বনবণিয়া এলাকার ঘটনা৷

স্থানীয় সূত্রের খবর, বহিরাগত যুবকদের তাণ্ডবে সম্প্রতি প্রহৃত হন এলাকার কিছু মানুষ৷ ফের রবিবার ওই বহিরাগতবাহিনী হামলা চালাতে আসে৷ তখনই বহিরাগতদের তাণ্ডব রুখতে এলাকাবাসী আট থেকে আশি সবাই হাতে তুলে নিলেন বাঁশ ও লাঠি৷ যার জেরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়৷ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেহাবরা ও অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হাবরা কামার থুবা এলাকার কয়েকজন যুবক বনবণিয়া এলাকায় মদ্যপান করে অশান্তি করছিল৷ এলাকাবাসীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়৷ পরবর্তীতে ওই মদ্যপ যুবকের বিরুদ্ধে অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানায় অভিযোগ কেন করা হয়েছে, এই অভিযোগ তুলে রবিবার অর্থাৎ আজ প্রায় ৫০ জন বহিরাগত যুবক এলাকায় ঢুকে তাণ্ডব চালাতে থাকে ও মারধর করে একাধিক পুরুষ ও মহিলাকে। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়ে সবাই হাতে লাঠি ও বাঁশ তুলে নিলে এলাকা ছেড়ে পালিয়ে যায় বহিরাগতরা? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবরা ও অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷ তবে আতঙ্কে এলাকাবাসী৷ তাঁরা পুলিশি সক্রিয়তার দাবিতে সরব হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + ten =