অবস্থানেই মিলল সাড়া, রেশন পেলেন হুগলীর গ্রামবাসীরা

অবস্থানেই মিলল সাড়া, রেশন পেলেন হুগলীর গ্রামবাসীরা

হুগলী: হুগলী জেলার পোলবা দাদপুর ব্লকের বরুনান পাড়ার বাসিন্দারা ৫ বছর ধরে পাচ্ছিলেন না রেশন। লকডাউনের জেরে তাঁদের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছিল। সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ সেই বিষয়টি স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে লিখিত দাবি হিসেবে জানিয়েছিলেন। সূত্রের খবর, অবশেষে অবস্থান বিক্ষোভের মাধ্যমেই নিজেদের অধিকার ফিরে পেলেন গ্রামবাসীরা। রেশন পাচ্ছেন না গ্রামবাসীরা, এই নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেই সমস্যা মিটেছে বলেই জানানো হয়েছে সংগঠনের তরফে।

কারও কাছে রেশন কার্ডই নেই। কারও যাও বা রয়েছে, তাতে নামের বানান ভুল। তাই পাচ্ছেন না রেশন। হুগলী জেলার পোলবা দাদপুরের সেঁইয়া (৬৫ জন), পাউনান (৮৫ জন), আমনান (৭৪ জন), রামনগর (১২৯ জন), বীরেন্দ্রনগর (২১ জন) ও কাশ্বাড়া (৩১ জন) গ্রাম থেকে মোট ৪০৭ জন গত ৫ বছর ধরে রেশন পাচ্ছেন না। তাই সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের তরফে গত শুক্রবার পোবলা দাদপুর বিডিও-র কাছে একটি আবেদন করা হয়েছিল। অবস্থানে বিক্ষোভে বসেছিলেন ৭ জন গ্রামবাসীও।

সংগঠনের সদস্য সজল দে বলেন, 'আমরা যেদিন অবস্থান বিক্ষোভে বসেছিলাম, সেদিনই ওই সমস্যার সমাধান হয়েছে। বিকেল সাড়ে চারটে নাগাদ ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) বিষয়টিতে হস্তক্ষেপ করেন। ফুড ইনস্পেক্টরের সঙ্গে কথাও হয় আমাদের। তিনটে রেশন কার্ডের সমস্যা তখনই মেটান তিনি। প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় একটা রেশন কার্ডের সমস্যা পরদিন মিটিয়েছেন তিনি। আমাদের এমনও কথা দিয়েছেন, এই ধরনের সমস্যা থাকলে উনি নিজে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। আমরা ৪০৭ জনের যে তালিকা দিয়েছিলাম, তার প্রক্রিয়াও ইতিমধ্যে চালু হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।' এছাড়াও সেদিন অবস্থানে যে ৭ জন বসেছিলেন, তাঁদের প্রত্যেককে ৬ কিলোগ্রাম চাল ও ৩ কিলোগ্রাম আলু দেওয়া হয়েছে বিডিও-র তরফে, এমনই জানানো হয়েছে সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষ থেকে।

অবস্থান বিক্ষোভের মাধ্যমেই নিজেদের অধিকার ফিরে পেয়েছেন সেঁইয়া, পাউনান, আমনান, রামনগর, বীরেন্দ্রনগর ও কাশ্বাড়ার মানুষ। এবার সেই অবস্থানের পথই নিতে চাইছেন দীর্ঘদিন রেশন না পাওয়া ওই ব্লকেরই অন্য গ্রামের মানুষ। সূত্রের খবর, পোলবা দাদপুর ব্লকের একটা গ্রামের ২০ জনের রেশন কার্ড নেই। তাঁরাও অবস্থান বিক্ষোভে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে নিজেদের ন্যায্য অধিকারের জন্য অবস্থান বিক্ষোভে বসতে হবে, এই বিষয়টিকেও মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *