ভোট পরবর্তী হিংসার বিরাম নেই, এবার বোমাবাজি বারাকপুরে

ভোট পরবর্তী হিংসার বিরাম নেই, এবার বোমাবাজি বারাকপুরে

 

বারাকপুর: জগদ্দল, ভাটপাড়ার পাশাপাশি এবার বোমাবাজি শুরু হল বারাকপুর পুর এলাকাতেও৷ শুক্রবার গভীর রাতে ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ৷ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ তবে ততক্ষণে দুষ্কৃতীরা পগারপার৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন বাসিন্দারা৷ তাঁদের কথায়, এভাবে দুষ্কৃতীরাজ ক্রমেই বেড়ে চললে তো এলাকায় বসবায় করাটাই কঠিন হয়ে দাঁড়াবে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী  ব্যারাকপুরের পুলিশ পার্ক এলাকায় বোমাবাজি করে। অদূরেই বাড়ি ব্যারাকপুরের পুর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের৷ রাতে সবাই শুয়ে পরার পর হঠাৎ করেই বোমা ফাটার বিকট শব্দে ভয় পেয়ে যান এলাকাবাসী। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। বোমাবাজির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যে তিন জন দুষ্কৃতী বাইকে করে এসে বোমাবাজি চালিয়েছে। কিন্তু কি কারণে এই বোমা বাজি তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কেন তাঁর বাড়ির সামনে বোমাবাজি হল, তা বুঝতে পারছেন না প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাতবাবুও। তিনি বলেন, ‘‘আমরা শান্তিপ্রিয় মানুষ৷ এলাকায় অশান্তির পরিবেশ তৈরির জন্যই যে বোমাবাজি তা স্পষ্ট৷ তবে কারা, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।’’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হয়েছে৷ শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে৷ যদিও পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা৷ তাঁদের কথায়, পুলিশ যদি সঠিকভাবে তল্লাশি অভিযান চালায় তাহলে এলাকায় বোমা,গুলি মজুত থাকতে পারে না৷ আবার সঠিক নজরদারি রাখা বলে বাইরে থেকেও তা ঢুকতে পারবে না৷ অভিযোগ, রাজনৈতিক মদতেই নিস্ক্রিয় পুলিশ৷ যদিও এবিষয়ে পুলিশের কোনও কর্তার প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =